shono
Advertisement

৪১ বছরে প্রথমবার, এশিয়ান গেমসের অশ্বারোহণে সোনা জিতল ভারত

এশিয়ান গেমসে ভারতের সোনালি সফর অব্যহত।
Posted: 03:10 PM Sep 26, 2023Updated: 03:43 PM Sep 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে ভারতের সোনালি সফর অব্যহত। এবার অশ্বারোহণের দলগত ড্রেসেজ বিভাগে সোনা জিতল ভারত। এটা চলতি এশিয়াডে ভারতের তৃতীয় সোনা।

Advertisement

[আরও পড়ুন: শ্রেয়স-শুভমানের জোড়া শতরানের পর অশ্বিন ম্যাজিক, কাপ যুদ্ধের আগে অজিদের হারিয়ে ভারতের সিরিজ জয়]

অশ্বারোহণে ৪১ বছর পর এশিয়া সেরার শিরোপা পেল টিম ইন্ডিয়া। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ, হৃদয় সেড়া এবং অনুশ আগরওয়াল। এদের মধ্যে অনুশ আবার বাংলারই ছেলে। চলতি এশিয়াডে ১০০ পদকের লক্ষ্য নিয়ে নেমেছে ভারত। পদক তালিকায় অন্তত প্রথম পাঁচে শেষ করা ভারতীয় দলের টার্গেট। অশ্বারোহণের মতো খেলা থেকে সোনা জয় সেই টার্গেট পূরণের দিকে এগিয়ে দেবে ভারতীয় দলকে।

[আরও পড়ুন: শ্রেয়স-শুভমানের জোড়া শতরানের পর অশ্বিন ম্যাজিক, কাপ যুদ্ধের আগে অজিদের হারিয়ে ভারতের সিরিজ জয়]

চলতি এশিয়ান গেমসে প্রথম দুদিনে দুটি সোনা পেয়েছে ভারত। প্রথম সোনাটি এসেছিল ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে (10m Air Rifle Team Event)। ওই ইভেন্টে দেশকে সোনা এনে দেন দিব্যাংশ সিং পানওয়ার (Divyansh Panwar), রুদ্রাংশ বালাসাহিব (Rudrankksh Patil) ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমারের (Aishwary Tomar) দল। দ্বিতীয় সোনাটি আসে মহিলাদের ক্রিকেট থেকে। এবার তৃতীয় সোনা এল অশ্বারোহণ থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement