সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে ভারতের নজিরবিহীন সাফল্যে গর্বিত দেশের মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন ভারতের সফল অ্যাথলিটদের। শনিবার সকাল থেকেই শুরু হয় ভারতের পদক জয়। গতকালই হাংঝৌয়ে ১০০ পদক নিশ্চিত করে ফেলেছিল টিম ইন্ডিয়া। পদকের রং কেবল নিশ্চিত ছিল না।
শনিবার সকাল থেকে পদক বর্ষিত হতে শুরু করে। সকাল সকাল সোনা জেতেন ভারতের মহিলা তিরন্দাজ জ্যোতি ভেন্নাম। মহিলা কবাডি দল সোনা জেতায় ভারত একশো পদক জিতে নেয়। ভারতীয় দলকে অভিনন্দন জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে অভিনন্দন জানান।
[আরও পড়ুন: Asian Games 2023: এশিয়ান গেমসের তিরন্দাজিতে সোনা পেলেন ভারতের জ্যোতি]
টুইট করে জানান, ১০ অক্টোবর দেশের সফল প্রতিযোগীদের অভ্যর্থনা জানাবেন তিনি। মোদি লেখেন, ”এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য ভারতের। ১০০ পদক জেতায় ভারতের মানুষ নিশ্চিতভাবেই অভিভূত হবেন। আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গিয়েছে। প্রতিটি অবিশ্বাস্য পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে। আমাদের প্রত্যেকের হৃদয় গর্বে ভরে উঠেছে।”
শনিবার পদক জয়ের সংখ্যা আরও বাড়বে। এদিন রয়েছে ভারত ও আফগানিস্তানের ক্রিকেট ফাইনাল। শুরুটা করেছিলেন জ্যোতি ভেন্নাম। ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সোনা জেতেন তিনি। তিরন্দাজিতে ছেলেদের ব্যক্তিগত বিভাগ থেকেই ভারতকে সোনা এনে দেন ওজাস দেওতালে। মহিলা কবাডি দলও জিতে নেয় সোনা। সেই সঙ্গে ১০০ পদক জিতল ভারতীয় দল। ১০০টি পদকের মধ্যে ২৫টি সোনা। রুপো ৩৫টি এবং ব্রোঞ্জ ৪০টি।