shono
Advertisement

এশিয়ান গেমসে বাংলাদেশের বিরুদ্ধে জয়, নক-আউটের আশা জিইয়ে রাখলেন সুনীলরা

এশিয়ান গেমস ফুটবল থেকে কার্যত ছিটকে গেল বাংলাদেশ।
Posted: 03:38 PM Sep 21, 2023Updated: 03:41 PM Sep 21, 2023

ভারত: ১ (সুনীল)
বাংলাদেশ: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
এশিয়ান গেমস ফুটবলে জয়ের সরণিতে ফিরল ভারত। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ৫-১ গোলে হারের ব্যর্থতার রেশ কাটিয়ে বৃহস্পতিবার বাংলাদেশকে হারালেন সুনীল ছেত্রীরা। বাংলা টাইগারদের বিরুদ্ধে ১-০ গোলে জিতল টিম ইন্ডিয়া (Team India)।

Advertisement

আইএসএলের (ISL 10) জন্য অধিকাংশ দল ফুটবলার ছাড়েনি। যার জেরে এশিয়ান গেমসে যে ভারতীয় দল খেলতে গিয়েছে, সেটা মূল দলের তুলনায় অনেকটাই দুর্বল। সেই দুর্বলতা প্রকাশ পেয়েছিল চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচে। বাংলাদেশ ম্যাচেও যে ভারত খুব স্বচ্ছন্দভাবে জিতল তেমনটা নয়। এদিন বাংলার টাইগারদের হারাতেও বেশ বেগ পেতে হল টিম ইন্ডিয়াকে।

[আরও পড়ুন: আর জি করের বিশৃঙ্খলায় চরম ক্ষুব্ধ মমতা, দলনেত্রীর নির্দেশে ‘পদক্ষেপ’ বক্সির]

ম্যাচের শুরু থেকে অবশ্য ভারতই দাপট দেখাচ্ছিল। কিন্তু প্রথমার্ধে ফাইনাল থার্ডে সেভাবে সুযোগ তৈরি হচ্ছিল না। একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয় দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও। ভারত হয়তো বলের দখল রাখছিল কিন্তু সেভাবে সুযোগ তৈরি হচ্ছিল না। শেষপর্যন্ত সেই সুযোগ এল পেনাল্টি থেকে। ম্যাচের ৮৫ মিনিটে সুনীল ছেত্রীর নিখুঁত পেনাল্টি শট থেকে লিড পায় ভারত। শেষপর্যন্ত সেই ১-০ গোলেই আসে জয়।

[আরও পড়ুন: সমবায় দুর্নীতির তদন্তে CBI-ED, ডিভিশন বেঞ্চেও বহাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ]

এই জয়ের ফলে এশিয়ান গেমসের (Asian Games) নক-আউটে যাওয়ার আসা জিইয়ে রাখল ইগর ব্রিগেড। এই মুহূর্তে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে মায়ানমারকে হারালেই নক-আউটে উঠে যাবে ভারত। অন্যদিকে বাংলাদেশ দল এদিনই টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement