shono
Advertisement

এশিয়ান গেমস শুটিংয়ে সোনালি সফর অব্যাহত, এবার সোনা পুরুষ ট্র্যাপ টিমের

এদিকে গলফে ইতিহাস গড়লেন ভারতের অদিতি অশোক।
Posted: 10:46 AM Oct 01, 2023Updated: 11:15 AM Oct 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের শুটিং সার্কিটে ভারত যেন অশ্বমেধের ঘোড়া। রবিবার সাতসকালে শুটিং থেকে আরও একটি সোনা ঘরে তুললেন ভারতীয় শুটাররা। ট্র্যাপ বিভাগে সোনা জিতল ভারতীয় পুরুষ ট্র্যাপ দল। সেই সঙ্গে মহিলাদের ট্র্যাপ বিভাগেও রুপোর পদক পেল ভারত।

Advertisement

[আরও পড়ুন: অশোকচক্রের জায়গায় সবুজ গম্বুজ, বাড়ির ছাদে বিকৃত জাতীয় পতাকা, গ্রেপ্তার যুবক]

শুটিংয়ে ৫০ মিটার ট্র্যাপ বিভাগে সোনা জিতলেন ভারতের কিনান চেনাই, জোরাবর সিং এবং পৃথ্বীরাজ টোন্ডাইমান। তাঁরা হারালেন কুয়েতের প্রতিপক্ষকে। ফাইনালে ভারতীয় দলের স্কোর ৩৬১ পয়েন্ট। সেখানে কুয়েতের স্কোর মাত্র ৩৫১। চলতি গেমসে এটি ভারতের একাদশতম সোনা। শুটিংয়ের পুরুষদের ৫০ মিটার ট্র্যাপ বিভাগে সোনার পাশাপাশি মহিলাদের ট্র্যাপ টিম পেয়েছে রুপো। ফাইনালে চিনের কাছে হেরে দ্বিতীয় স্থান পেয়েছে ভারতের মহিলা দল।

এদিকে গলফে ইতিহাস গড়েছেন ভারতের অদিতি অশোক। প্রথম ভারতীয় গলফার হিসাবে এশিয়াডে রুপো পেলেন অদিতি। অর্থাৎ রবিবার সকালেই তিনটি পদক এসেছে ভারতীয় শিবিরে।

[আরও পড়ুন:  বছরের দলিত পড়ুয়াকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক, রাজস্থানের স্কুলে ভাঙচুর উত্তেজিত জনতার]

সার্বিকভাবে গেমসে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতের শুটিং টিম। এ পর্যন্ত শুটিংয়ে ৮টি সোনা এসেছে। এই মুহূর্তে এশিয়ান গেমসের পদক তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। এখনও পর্যন্ত ১১টি সোনা, ১৬টি রূপো এবং ১৪টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। ২০১৮ এশিয়াডে ১৬টি সোনা-সহ মোট ৭০টি পদক নিয়ে অষ্টম স্থানে শেষ করেছিল ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement