shono
Advertisement

Breaking News

কুকি জঙ্গিদের সঙ্গে গোপন বৈঠক করেছেন হিমন্ত! কংগ্রেসের দাবি ওড়ালেন অসমের মুখ্যমন্ত্রী

হিমন্তের গ্রেপ্তারির দাবি তুলেছে কংগ্রেস।
Posted: 06:07 PM Jun 21, 2023Updated: 06:12 PM Jun 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোষ্ঠীহিংসায় জ্বলছে মণিপুর (Manipur)। এর মধ্যেই সম্প্রতি কুকি জঙ্গিদের সঙ্গে গোপন বৈঠক করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। এই অভিযোগ করেছে অসম কংগ্রেস (Assam Congress)। জঙ্গিদের সঙ্গে গোপন আঁতাতের দায়ে জাতীয় নিরাপত্তা আইনে হিমন্তের গ্রেপ্তারির দাবি তুলেছে কংগ্রেস নেতৃত্ব। যদিও বুধবার তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। উলটে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতির জন্য পুরনো দল কংগ্রেসকে দায়ী করেছেন।

Advertisement

গত এপ্রিল মাস থেকে জনজাতি সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে শতাধিক জনতার। আগুন ধরিয়ে ভস্মীভূত করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি। হিংসা থেকে রেহাই পাননি সেনা জওয়ানরাও। বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর সফর করলেও সেরাজ্যের হিংসা মেটেনি। এই পরিস্থিতিতে অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বোরঠাকুর গোস্বামী সম্প্রতি অভিযোগ করেন, গত রবিবার গোপনে গুয়াহাটি এসেছিলেন কুকিদের ১৭ জঙ্গি সংগঠনের যৌথ মঞ্চ কেএনও এবং আটটি কুকি সংগঠনের যৌথ মঞ্চ ইউপিএফের চার শীর্ষ নেতা। তাঁদের সঙ্গে গোপন বৈঠক করেছেন হিমন্ত।

[আরও পড়ুন: ওয়েস্ট ব্যাঙ্কে হামাস জঙ্গির গুলিতে নিহত ৪, বদলার আগুনে জ্বলছে ইজরায়েল]

বিজেপির সঙ্গে কুকি জঙ্গি গোষ্ঠীর গোপন আঁতাতের অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ২০১৭ সালে বিজেপিকে সাহায্য করেছিল ওই জঙ্গি গোষ্ঠী। এর পরিপ্রেক্ষিতে হিমন্তকে গ্রেপ্তারি দাবি তোলেন মীরা। কংগ্রেস নেত্রী রাজ্যের ডিজিকে এই মর্মে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন। যদিও বুধবার হিমন্ত জানান, সমস্ত অভিযোগ ভুয়ো এবং ভিত্তিহীন। বলেন, “মণিপুরের কিছু ইউজি (আন্ডারগ্রাউন্ড) নেতাদের সঙ্গে বোঝাপড়া নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। আমার সঙ্গে এই ধরনের কোনও যোগাযোগ নেই।” পালটা কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে তোপ দেগে হিমন্ত বলেন, “আমার বিরুদ্ধে এমন একজন অভিযোগ এনেছেন, যাঁর বিরুদ্ধে অস্ত্র চুরির মামলায় তদন্ত চলছে।”

[আরও পড়ুন: হাতিয়ার মাস্কের মন্তব্য, ‘টুল কিট গ্যাং’কে একহাত নিল বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement