shono
Advertisement

Breaking News

দেশের বাজারে দু’টি নতুন ফোন আনল Asus

ZenFone 3 Max-এর দুটি ভেরিয়েন্ট এল বাজারে৷ The post দেশের বাজারে দু’টি নতুন ফোন আনল Asus appeared first on Sangbad Pratidin.
Posted: 12:16 AM Nov 14, 2016Updated: 06:46 PM Nov 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের বাজারে আত্মপ্রকাশ করল Asus-এর নতুন স্মার্টফোন ZenFone 3 Max৷ দুটি স্ক্রিন সাইজের ভেরিয়েন্ট ভারতের বাজারে এসেছে৷ সংস্থার রিটেল শপ ও অনলাইনে হ্যান্ডসেট দু’টি মিলছে৷ সিলভার, গোল্ড ও গ্রে রঙের তিনটি মডেল বাজারে মিলবে৷

Advertisement

৫.২ ইঞ্চির ডিসপ্লের হ্যান্ডসেটটির মডেলের নাম ZC520TL, দাম ১২,৯৯৯ টাকা৷ ৭২০x১২৮০ পিক্সেলের রেজোলিউশন৷ ৩ জিবি র‍্যাম-এর সঙ্গে ১.২৫ গিগাহার্ৎজ কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর৷ রিয়ার ক্যামেরা ১৩ ও ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল৷ ৩২ জিবি ইনবিল্ট মেমোরি, তবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত৷ ফোর-জি এলটিই কানেক্টিভিটির এই হ্যান্ডসেটে মিলবে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷ ব্যাটারিও বেশ শক্তিশালী, ৪১০০ এমএএইচ-এর৷

ZenFone 3 Max-এর আরেকটি মডেলের ব্যাটারিও ৪১০০ এমএএইচ, তবে সেটির ডিসপ্লে আরেকটু বড়, ৫.৫ ইঞ্চির৷ ডুয়াল সিম কার্ড স্লট ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই দুটি মডেলেই৷ ZC553KL নামের এই মডেলটির দাম প্রথমটির তুলনায় সামান্য বেশি, ১৭,৯৯৯ টাকা৷ এই হ্যান্ডসেটটির র‍্যাম ৩ জিবি হলেও এর প্রসেসর আরও শক্তিশালী৷ ১.৪ গিগাহার্ৎজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন৷ রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, ফ্রন্ট ৮ মেগাপিক্সেলের৷ ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত৷ ১৭৫ গ্রাম ওজনের এই হ্যান্ডসেটটিও ফোর-জি কানেক্টিভিটি সাপোর্টেড৷ একটানা ১৭ ঘন্টা কথা বলা যাবে এই ফোনে, দাবি প্রস্তুতকারক সংস্থার৷

The post দেশের বাজারে দু’টি নতুন ফোন আনল Asus appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement