shono
Advertisement

৭৬-এর আম্মার লাঠির কেরামতিতে কাত কেরল

হাতে চরকির মতো ঘোরে লাঠি৷ যার চোটে বিপক্ষের নাভিশ্বাস ছুটলেও উপস্থিত জনতার চিৎকারে কান পাতা দায় হয়ে দাঁড়ায়৷ The post ৭৬-এর আম্মার লাঠির কেরামতিতে কাত কেরল appeared first on Sangbad Pratidin.
Posted: 10:03 PM Jun 22, 2016Updated: 04:33 PM Jun 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশি এখনও আসেনি৷ মাত্র চার বছর বাকি৷ এখন তো নাতি-নাতনিদের সঙ্গে খেলার সময়৷ জীবনের বাকি দিনগুলো এভাবেই শান্তিতে কাটিয়ে দিতে চান অধিকাংশ মানুষ৷ কিন্তু, বাকিদের মতো বাকি জীবন কাটাতে মোটেও রাজি নন কেরলের ভাটাকারার মীনাক্ষীআম্মা৷ ৭৬ বছর বয়সটা তাঁর কাছে একটা সংখ্যা মাত্র৷ একবার লাঠি হাতে আখাড়ায় নামলে, আজও ভাটকারা এলাকার কারও সাহস নেই তাঁর সামনে দাঁড়ান৷ বিশ্বাস হচ্ছে না? নিজের চোখেই দেখে নিন৷

Advertisement

সত্তোরর্ধ আম্মার এই কীর্তি কেরলে সুপ্রসিদ্ধ৷ দূর-দূরান্ত থেকে মানুষ আসেন তাঁর কালারি পায়াত্তুর কেরামতি দেখতে৷ হাতে চরকির মতো ঘোরে লাঠি৷ যার চোটে বিপক্ষের নাভিশ্বাস ছুটলেও উপস্থিত জনতার চিৎকারে কান পাতা দায় হয়ে দাঁড়ায়৷

জুন মাসের ১৬ তারিখ ফেসবুকে আম্মার এই ভিডিও আপলোড করে ইন্ডিয়া অ্যারাইজিং৷ এর মধ্যে প্রায় ৯ লক্ষ মানুষ দেখে ফেলেছেন মীনাক্ষীআম্মার লাঠির কেরামতি৷

The post ৭৬-এর আম্মার লাঠির কেরামতিতে কাত কেরল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement