সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোলের দিন অঘটন। মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুনে। ঝলসে গেলেন ১৩ জন পুরোহিত। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
Advertisement
দোল পূর্ণিমায় ওই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সকালেই গর্ভগৃহে ভস্ম আরতির আয়োজন করা হয়। সেই সময় আচমকাই আবির এসে পড়ে। তাতেই আগুন লেগে যায়।
[আরও পড়ুন: ‘দেবের নির্দেশে বিজেপি কর্মী খুন’, মৃতের মায়ের সামনে বিস্ফোরক দাবি হিরণের]
মন্দির থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন পুরোহিত ঝলসে যান। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছে চিকিৎসা।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রধান পুরোহিত সঞ্জয় গুরুর শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে। তবে হতাহতের কোনও খবর নেই।