সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটলবিহারী বাজপেয়ীর অস্থিভস্ম নিয়ে যেভাবে দেশজুড়ে টানাটানি চলছে তাতে অস্ফুটে অসন্তোষ শোনা যাচ্ছিল নানা মহল থেকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর তাঁর অস্থি নিয়ে ঠিক কী করা হবে, কোথায় তা বিসর্জন করা হবে তা নিয়ে বেশ কয়েকবার নিজেদের পরিকল্পনা পরিবর্তন করেছে গেরুয়া শিবির। প্রথমে ঠিক করা হয়েছিল তা গঙ্গায় বিসর্জন করা হবে। পরে ঠিক হয় উত্তরপ্রদেশের সব নদীতে বিসর্জন করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি। টানাপোড়েন শেষে গেরুয়া শিবিরের নেতারা ঠিক করেন গোটা দেশে ছড়িয়ে দেওয়া হবে বাজপেয়ীর অস্থি। অস্থিভস্ম নিয়ে নজিরবিহীন এই টানাটানিতে এবার রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন তাঁর ভাইঝি করুণা শুক্লা।
[এবার পাঠ্যবইয়ে সংযুক্ত হচ্ছে বাজপেয়ীর সাফল্যের কাহিনী]
একটি ভিডিও বার্তা প্রকাশ করে পুরো ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি। করুণার বক্তব্য, বাজপেয়ীর নামে রাজনীতি করছে বিজেপি। উল্লেখ্য, ২০০৪ সালে বিজেপির টিকিটে ছত্তিশগড় থেকে সাংসদ হয়েছিলনে শুক্লা। ২০০৯ সালে তিনি ভোটে হেরে যান কংগ্রেস প্রার্থীর কাছে। ২০১৩ সালে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ভিডিও বার্তায় শুক্লা বলেন, বিজেপি ভাবছে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে আসন্ন চার রাজ্যের নির্বাচনের বৈতরণী পার করে ফেলবেন তাঁরা। আর সেকারণেই বাজপেয়ীর নামে রাজনীতি চলছে। গত ৯ বছরে একবার বাজপেয়ীর নাম নেননি প্রধানমন্ত্রী। প্রথমবার মোদির মুখে বাজপেয়ীজির নাম শুনেছিলাম এবছর স্বাধীনতা দিবসে। কারণ তিনি এইমসে অসুস্থ অবস্থায় ভরতি ছিলেন। গত চারবছর ধরে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আছে তবু বাজপেয়ীজির কথা ওদের মনে করেনি। এখন তাঁর নাম ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে।
[২০২২ সালের মধ্যে সবার জন্য বাড়ি, স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী]
যেভাবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি গোটা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাতেও বিরক্তি প্রকাশ করেছেন শুক্লা। তিনি বলেন, বাজপেয়ীজির অস্থি নিয়ে দেখনদারি করছে বিজেপি। এটা ভোট রাজনীতি ছাড়া কিছু নয়। অধুনা কংগ্রেস নেত্রী শুক্লা আরও বলেন, “বাজপেয়ীজির শেষযাত্রায় পাঁচ কিলোমিটার না হেঁটে মোদিজি যদি ২ পা হাঁটতেন এবং বাজপেয়ীজির আদর্শ মেনে চলতেন তাহলে অনেক ভাল হত।” স্বাভাবিকভাবেই প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাইঝির এই মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে বিজেপি সরকার।
The post অটলজির নাম ব্যবহার করে রাজনীতি করছে বিজেপি, বিস্ফোরক বাজপেয়ীর ভাইঝি appeared first on Sangbad Pratidin.