shono
Advertisement
Jharkhand

সমাজমাধ্যমে নির্বাচনী বিধিভঙ্গ, ঝাড়খণ্ড বিজেপিকে 'বিভ্রান্তিকর' পোস্ট সরাতে বলল কমিশন

সংশ্লিষ্ট পোস্ট নিয়ে আপত্তি জানিয়েছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং জোটসঙ্গী কংগ্রেস।
Published By: Kishore GhoshPosted: 10:36 PM Nov 17, 2024Updated: 10:36 PM Nov 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে সোশাল মিডিয়ায় প্রচারে বরাবর এগিয়ে বিজেপি। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও সমাজমাধ্যমে সক্রিয় গেরুয়া শিবির। যদিও ঝাড়খণ্ড বিজেপির একটি সোশাল মিডিয়া পোস্ট সরিয়ে নিতে বলল নির্বাচন কমিশন। ওই পোস্টে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল। অভিযোগ ক্ষতিয়ে দেখার পরে পোস্ট ডিলিট করার নির্দেশ দিয়েছে কমিশন।

Advertisement

সংশ্লিষ্ট পোস্ট নিয়ে আপত্তি জানিয়েছিল শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং জোটসঙ্গী কংগ্রেস। দুই দল অভিযোগ জানায়, বিজেপির করা এক্স হ্যান্ডেল এবং ফেসবুকের পোস্ট 'সাম্প্রদায়িক', 'উসকানিমূলক' এবং 'বিভ্রান্তিকর'। 'পুরে ঝাড়খণ্ড কা কায়া পলট দেঙ্গে' (গোটা ঝাড়খণ্ডের চেহারা বদলে দেবো) শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল রাজ্য বিজেপির তরফে। এদিন কমিশনের তরফে জানানো হয়েছে, ঝাড়খণ্ড বিজেপির ওই পোস্ট নির্বাচনীবিধি লঙ্ঘন করেছে। সেই কারণেই পোস্টটিকে অবিলম্বে সমাজমাধ্যম থেকে মুছে ফেলতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ইতিমধ্যে ৮১ বিধানসভার ঝাড়খণ্ডে প্রথম দফায় ৪৩ আসনে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় দফায় বাদ বাকি ৩৮টি আসনে ভোট হবে ২০ নভেম্বর। ভোটগণনা হবে ২৩ নভেম্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইতিমধ্যে ৮১ বিধানসভার ঝাড়খণ্ডে প্রথম দফায় ৪৩ আসনে নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
  • দ্বিতীয় দফায় বাদ বাকি ৩৮টি আসনে ভোট হবে ২০ নভেম্বর। ভোটগণনা হবে ২৩ নভেম্বর।
Advertisement