সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হবে আজ। বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার বিকেল ৪টে নাগাদ স্মৃতিস্থলে তাঁর শেষকৃত্য হবে। সেই কারণে ইতিমধ্যে রাষ্ট্রীয় স্মৃতিস্থলে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সেখান থেকে বিজয় ঘাটে বিকেল ৫টায় নিয়ে যাওয়া হবে দেহ।
শুক্রবার সকালে কৃষ্ণ মার্গে ছিল প্রয়াত নেতা বাজপেয়ীর দেহ। তারপর সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় বিজেপির দলীয় কার্যালয়ে। প্রয়াত দলীয় নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত। শ্রদ্ধা জানান চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমার, রাহুল গান্ধী-সহ অনেকে। শুক্রবারই বেলা ১টা নাগাদ শোভাযাত্রা বের হবে। সেটি যাবে স্মৃতিস্থল পর্যন্ত। এই উপলক্ষে হতে পারে যানজট। এনিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে দিল্লি ট্রাফিক পুলিশ।
[ জানেন, বাজপেয়ীর প্রিয় নায়িকা কে? যাঁর একই সিনেমা দেখেছিলেন ২৫ বার ]
কৃষ্ণ মেমন মার্গ, আকবর রোড, জনপথ ও ইন্ডিয়া গেটের রাস্তা সকাল ৮টা থেকেই বন্ধ করে দেওয়া হবে। এছাড়া আরও কয়েকটি রাস্তা বন্ধ থাকবে। সুনহেরি বাগ রোড, তুঘলক রোড, তিস জানুয়ারি মার্গ, জনপথ রোডের কিয়দাংশ, মান সিং রোড, সি-হেক্সন (শাহজাহান রোড থেকে তিলক মার্গ), রাজপথ (মান সিং রোড থেকে সি-হেক্সন), অশোক রোড (উইন্ডসর প্যালেস থেকে সি-হেক্সন), কোপারনিকাস মার্গ (মান্ডি হাউজ থেকে সি-হেক্সন), ১১ কেজি মার্গ (ফিরোজ শাহ রোড থেকে সি-হেক্সন), শাহজাহান রোড, জাকির হুসেন মার্গ (এসবিএম থেকে ইন্ডিয়া গেট), তিলক মার্গ (সি-হেক্সন থেকে তিলক ব্রিজ), ভগবান দাস রোড, সিকন্দর রোড, মথুরা রোড (ভৈরন মার্গ টি-পয়েন্ট থেকে ডব্লিউ-পয়েন্ট), বিএসজেড মার্গ (তিলক ব্রিজ থেকে দিল্লি গেট), আইপি মার্গ, ডিডিইউ মার্গ, জেএলএন মার্গ (রাজঘাট থেকে দিল্লি গেট), নেতাজি সুভাষ মার্গ (দিল্লি গেট থেকে ছত্তল রেল), নিশাদ রাজ মার্গ (নেতাজি সুভাষ মার্গ থেকে সংবিতান)।
[ বাজপেয়ীর মৃত্যুতে টুইটে শোকবার্তা মোদি-মমতা-রাহুলের ]
উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম দিল্লির মধ্যে যোগাযোগের জন্য কয়েকটি বিকল্প রাস্তা বাতলে দিয়েছে ট্রাফিক পুলিশ।
উত্তর-দক্ষিণ যোগাযোগ
১) অরবিন্দ মার্গ- সফদর জং রোড- মাদার টেরেসা ক্রেসেন্ট- পার্ক স্ট্রিট- মন্দির মার্গ- পাঁচকুলান রোড- রানি ঝাঁসি রোড
২) কনৌট প্লেস- মিন্টো রোড- ভবভূতি মার্গ- আজমের- শ্রদ্ধানন্দ মার্গ- লাহোর গেট চক- নয়া বাজার- পেলি কোঠি- এসপি মুখার্জি নাগ
৩) রিং রোড আইএসবিটি (কাশ্মীরি গেট)- সেলিম গড় বাইপাস রোড (আপার রিং রোড)- আইপি এস্টেট ফ্লাইওভার
৪) নজমুদ্দিন ব্রিজ থেকে যমুনা পার হতে হবে- পুসতা রোড- জিটি রোড- আইএসবিটি পেরিয়ে উত্তর দিল্লি
প্রতিটি ক্ষেত্রে উলটোদিকেও যাওয়া যাবে।
পূর্ব-পশ্চিম যোগাযোগ
১) ডিএনডি-এনএইচ২৪ – বিকাশ মার্গ- শানদারা ব্রিজ ও ওয়াজিরাবাদ ব্রিজ- রিং রোড
২) বিকাশ মার্গ- টি/এল রিং রোড- ভাইরন মার্গ- নিউ দিল্লি
আইএসবিটি কাশ্মীরি গেট থেকে সংবিতান পর্যন্ত লোয়ার রিং রোড দিয়েও আজ যাতায়াত করা যাবে না বলে জানিয়েছি দিল্লি ট্রাফিক পুলিশ।
The post শেষকৃত্য বিকেলে, বাজপেয়ীর শেষযাত্রা উপলক্ষে একাধিক রাস্তা বন্ধ দিল্লিতে appeared first on Sangbad Pratidin.