shono
Advertisement

সেলফি তুলতে গিয়ে ডুবে মৃত্যু অ্যাথলিট পূজা কুমারীর

শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ভোপালের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) সেন্টারের ভিতর দুর্ঘটনাটি ঘটে৷ The post সেলফি তুলতে গিয়ে ডুবে মৃত্যু অ্যাথলিট পূজা কুমারীর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:25 PM Jul 31, 2016Updated: 02:35 PM Jul 31, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীড়াক্ষেত্রে দেশকে গর্বিত করেছিলেন৷ আগামী দিনেও হয়তো করতেন৷ সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ৷ কিন্তু সেলফি তোলার নেশা সবটা কেড়ে নিল৷ মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ২০ বছর বয়সি জাতীয় স্তরের অ্যাথলিট পূজা কুমারী৷

Advertisement

শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ভোপালের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) সেন্টারের ভিতর দুর্ঘটনাটি ঘটে৷ দু’বছর আগেই সাইয়ে যোগ দিয়েছিলেন উত্তরাখণ্ডের এই অ্যাথলিট৷ এক ইংরাজি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সাই কমপ্লেক্সের ভিতর প্র্যাক্টিসের পর পূজা ও দুই মহিলা অ্যাথলিট ক্রিকেট মাঠের পিছনের পুকুরের কাছে যান৷ সেখানে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলছিলেন তাঁরা৷ হঠাৎই পা পিছলে পুকুরে পড়ে যান তিনি৷

সাইয়ের এক আধিকারিক জানান, পূজা সাঁতার জানতেন না৷ জলে পড়ে যাওয়া মাত্র সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি৷ তাঁর সঙ্গে যে দু’জন ছিলেন তাঁরাও সাঁতার জানতেন না৷ বান্ধবীকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েন তাঁরা৷ বাকিদের খবর দিতে সঙ্গে সঙ্গে হস্টেলে ছুটে আসেন দু’জন৷ তবে ঘটনাস্থলে বাকিরা পৌঁছতে পৌঁছতেই সব শেষ৷

The post সেলফি তুলতে গিয়ে ডুবে মৃত্যু অ্যাথলিট পূজা কুমারীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement