সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর হাত ধরে প্রথম মরশুমেই সাফল্যের শীর্ষ পৌঁছেছিল এটিকে। দ্বিতীয় মরশুমেও সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল লাল-সাদা ব্রিগেড। কিন্তু গত দুই মরশুমে ক্লাবের হাল খারাপ। পারফরম্যান্স গ্রাফ এক্কেবারে তলানিতে। তাই ক্লাবের হাল ফেরাতে ফের হাবাসকেই ফেরানোর সিদ্ধান্ত নিল এটিকে। বৃহস্পতিবারই ক্লাবের তরফে থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী মরশুমে এটিকের কোচ হচ্ছেন অ্যান্টোনিয়ে লোপেজ হাবাস।
[আরও পড়ুন: প্রয়াত ‘এশিয়ান পেলে’ কান্নন, শোকস্তব্ধ ভারতীয় ফুটবল মহল]
বুধবার রাতেই গত মরশুমের কোচ স্টিভ কপেলকে ছাঁটাই করার কথা সরকারিভাবে জানিয়ে দেয় এটিকে। বৃহস্পতিবারই নতুন কোচ হিসেবে হাবাসের নাম ঘোষণা হল। জল্পনা অবশ্য বেশ কিছুদিন আগে থেকেই চলছিল। আসলে দুই স্প্যানিশ কোচই যাবতীয় সাফল্য এনেছিলেন এটিকেতে। একজন হাবাস অন্যজন হোসে মলিনা। তাই এটিকে শিবির একজন স্প্যানিশ কোচকেই চাইছিলেন। মলিনা এখনও স্পেনের জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর। তাই তাঁকে পাওয়া গেল না। শেষ পর্যন্ত হাবাসেই আস্থা রাখলেন কর্তারা। সূত্রের খবর, হাবাসের সাথে সাথে তাঁর পুরনো কোচিং স্টাফও ফিরছে কলকাতাতেই। তবে, সহকারী কোচ হিসেবে বহাল থাকছেন সঞ্জয় সেন।
[আরও পড়ুন: মেজাজ হারিয়ে সমর্থককে সজোরে ঘুসি নেইমারের, ভাইরাল ভিডিও]
এটিকেতে সই করেই পাঁচ বছর আগের সাফল্যকে ফিরিয়ে আনতে মরিয়া হাবাস। কারণ, কলকাতা ছাড়ার পর তিনিও খুব একটা সাফল্য পাননি। কলকাতার দলটির দায়িত্ব পেয়ে তিনি বলছেন, “আমি এটিকের হেড কোচ হতে পেরে গর্বিত। আমার অনেক দিন থেকেই মনে হচ্ছিল আমি হয়তো আবার এটিকেতেই কোচিং করাব। আমি নিশ্চিত সমর্থকদের এবং আমাদের যৌথ প্রচেষ্টা আবারও ক্লাবকে তাদের উপযুক্ত সাফল্য এনে দেবে। আমি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমার উপর ভরসা রাখার জন্য।” অন্যদিকে, এটিকের সহ-কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলছেন, “আমি আমাদের পুরনো কোচকে ফেরাতে পেরে খুব খুশি। আমি তাঁকে শুভেচ্ছা জানাতে চাই। হাবাস অনবদ্য একজন ম্যানেজার। আমি নিশ্চিত তাঁর ব্যতিক্রমী রণকৌশল দলকে আবারও সাফল্য এনে দেবে।”
The post এটিকেতে ফের স্প্যানিশ জমানা, তিন বছর পর কোচের পদে ফিরছেন হাবাস appeared first on Sangbad Pratidin.