shono
Advertisement

জোড়া গোলে জয়, প্লে-অফের দৌড়ে এটিকে

ফ্রি-কিক থেকেই আসে দুটো গোল। The post জোড়া গোলে জয়, প্লে-অফের দৌড়ে এটিকে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:09 PM Feb 03, 2019Updated: 10:09 PM Feb 03, 2019

এটিকে ২ (ব্রুনো ) 

Advertisement

জামশেদপুর ১ (আর্কেস)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামশেদপুর এফসিকে ২-১ ব্যবধানে হারাল আমার তোমার কলকাতা। রবিবার যুবভারতীতে মুখোমুখি হয়েছিল দুই টিম। এটিকের হয়ে ফ্রি-কিকে গোল দুটি করেন ব্রুনো। এদিকে জামশেদপুরের হয়ে একমাত্র গোলটি করেছেন মারিও আরকোয়েজ।

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে এটিকের এই ম্যাচ জেতা অত্যন্ত জরুরি ছিল। রবিবার জিতে ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট তুলে ছয় নম্বরে উঠে এল টিম কলকাতা। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্রয়ের পর টিমে মোট তিনটি পরিবর্তন করেছিল এটিকে কোচ। জয়েশ রানে, আন্দ্রে বিকে ও কালু উচে, তিন ফুটবলার বাদ পড়েন জামশেদপুরের বিরুদ্ধে। টিমে আসেন এভার্টন স্যান্টোস, অর্ণব মণ্ডল ও ম্যানুয়েল লানজারোতে। এদিন ম্যাচের শুরুতেই দাপট দেখাতে শুরু করে এটিকে ফুটবলাররা। প্রথম তিন মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন ব্রুনো। দ্বিতীয় গোল আসে ৩৩ মিনিটে। প্রথমার্ধে পরপর দুটি গোল হওয়ায় আত্মবিশ্বাস বেড়ে যায় টিমের। তারপর জামশেদপুর ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি।

তবে এদিনের ম্যাচে চোট পেয়ে এই মরশুমে থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও জামশেদপুরের ফুটবলার টিম কাহিল। 

The post জোড়া গোলে জয়, প্লে-অফের দৌড়ে এটিকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার