shono
Advertisement

আইএসএলের দ্রুততম গোল উইলিয়ামসের, হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র এটিকে মোহনবাগানের

ম্যাচ চলাকালীন মাথায় চোট পান এটিকে মোহনবাগানের ম্যাকহিউ।
Posted: 09:39 PM Jan 05, 2022Updated: 10:37 PM Jan 05, 2022

এটিকে মোহনাবাগান (উইলিয়ামস, আশিস রাই-আত্মঘাতী)
হায়দরাবাদ (ওগবেচে, সিভেইরো)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা ডার্বিতে মোহনবাগানের জার্সিতে ১৭ সেকেন্ডে গোল করেছিলেন মহম্মদ আকবর। ১৯৭৬ সালের ইস্টবেঙ্গল-মোহনবাগানের সেই লড়াইয়ে উলগানাথনের ক্রস থেকে হেডে গোল করেছিলেন মহম্মদ হাবিবের ভাই। সেটাই ছিল ডার্বির ইতিহাসে দ্রুততম গোল। 

Advertisement

আই লিগে ১৪ সেকেন্ডে গোল করেছিলেন সুদানের বিদেশি স্ট্রাইকার জেমস মোগা। তখন তিনি পুণে এফসি-র খেলোয়াড়। আরও কম সময়ে আই লিগে গোল করেছিলেন তুরশুনভ। গতবার ট্রাউয়ের হয়ে খেলেছিলেন তিনি। রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৯ সেকেন্ডে গোল করেছিলেন তুরশুনভ। 

বুধবার আইএসএলে (ISL) দ্রুততম গোল করে মেগা টুর্নামেন্টের ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিদেশি খেলোয়াড় ডেভিড উইলিয়ামস (David Williams)। কিক অফের পরে মাত্র ১২ সেকেন্ডে উইলিয়ামসের বাঁ পায়ের জোরালো শট খুঁজে নেয় হায়দরাবাদের জাল। গোলটির আগে একাধিক দৃষ্টিনন্দন পাস খেলেন সবুজ-মেরুন ফুটবলাররা। বক্সের অনেকটা বাইরে থেকে বাঁ পায়ে কামান দাগেন উইলিয়ামস। তার জবাব ছিল না হায়দরাবাদের গোলরক্ষক কাট্টিমানির কাছে। শরীর ছুড়ে দিয়েছিলেন তিনি। উইলিয়ামসের জোরাল শট কাট্টিমানির হাতে লেগে জড়িয়ে যায় জালে। এটিকে মোহনবাগান এগিয়ে যায় ১-০ গোলে।   

আরও পড়ুন: ISL: মাথায় গুরুতর চোট এটিকে মোহনবাগানের তারকা ম্যাকহিউয়ের, অ্যাম্বুল্যান্সে ছাড়লেন মাঠ

শুরুতে গোল পেয়ে গেলে যে কোনও দলই ভয়ঙ্কর হয়ে ওঠে। ফেরান্দোর এটিকে মোহনবাগান একাধিক আক্রমণ তুলে আনে হায়দরাবাদের পেনাল্টি বক্সে। পিছিয়ে ছিল না হলুদ জার্সিধারীরাও। ওগবেচেরা সবুজ-মেরুনের গোলমুখে একাধিকবার আতঙ্কের মুহূর্ত তৈরি করে। কিন্তু ১৮ মিনিটে এটিকে মোহনবাগান গোলকিপার অমরিন্দর সিংয়ের ক্ষমাহীন ভুলে গোল হজম করতে হয় এটিকে মোহনবাগানকে। শূন্যের বল ঠিকভাবে ধরতে না পারায় অমরিন্দরের হাত থেকে ছিটকে বেরিয়ে বল যায় ফাঁকায় দাঁড়ানো ওগবেচের কাছে। গোল করতে ভুল করেননি তিনি। 

 

এর পর ওগবেচের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পেয়ে সংজ্ঞা হারান এটিকে মোহনবাগানের কার্ল ম্যাকহিউ। খেলা প্রায় আট মিনিট বন্ধ থাকে। ম্যাকহিউকে চিকিৎসার জন্য মাঠ থেকেই অ্যাম্বুল্যান্স করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ম্যাকহিউয়ের জায়গায় নামানো হয় জনি কাউকোকে। সেই কাউকোর শট হায়দরাবাদের আশিস রাইয়ের পায়ে লেগে গোল হয়। খেলার বয়স তখন ৬৪ মিনিট। ফেরান্দোর ছেলেরা এগিয়ে যায় ২-১ গোলে। কিন্তু সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এটিকে মোহনবাগান। অ্যাডেড টাইমে হায়দরাবাদের হয়ে সমতা ফেরান সিভেইরো। ফেরান্দোর কোচিংয়ে টানা দুটো ম্যাচ জিতেছিল এটিকে মোহনবাগান। এদিন দু’ বার এগিয়ে গিয়েও ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত ফেরান্দোর দল লিগ টেবলে তৃতীয় স্থানে। 

[আরও পড়ুন: তাঁর নামের আগে ‘লর্ড’ কেন? মুখ খুললেন ভারতীয় পেসার শার্দূল ঠাকুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement