shono
Advertisement

এটিএমে এবার মিলবে ৫০ টাকার নোটও

যাতে খুচরো অর্থ দিয়ে নগদ লেনদেন করতে মানুষকে অসুবিধায় না পড়তে হয়, সেই কারণেই এমন উদ্যোগ আরবিআই-এর৷
Posted: 08:30 PM Nov 09, 2016Updated: 03:00 PM Nov 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় চরম নাজেহাল দেশবাসী৷ খুচরো সমস্যায় জেরবার সাধারণ মানুষ৷ হাসপাতাল থেকে সরকারি বাস কাউন্টার, ৫০০ ও ১০০০ টাকার নোট দেখালে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে৷ এবার খুচরো সমস্যা মেটাতে আসরে নামল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক৷

Advertisement

কীভাবে? এটিএম-এ এবার ১০০ টাকার নোটের পাশাপাশি মিলবে ৫০ টাকার নোটও৷ যাতে খুচরো অর্থ দিয়ে নগদ লেনদেন করতে মানুষকে অসুবিধায় না পড়তে হয়, সেই কারণেই এমন উদ্যোগ রিজার্ভ ব্যাঙ্কের৷

বুধবার সমস্ত ব্যাঙ্ক এবং এটিএম বন্ধ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১১ নভেম্বরের পর থেকেই এটিএমে গেলে ১০০ টাকার পাশাপাশি ৫০ টাকাও তুলতে পারবেন জনতা৷ এর পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছর ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কের কোনও লেনদেনে টাকা কাটবে না৷ অর্থাৎ একই কার্ডে যতবার ইচ্ছে টাকা তোলার স্বাধীনতা পাবেন সাধারণ মানুষ৷ তবে ১৮ নভেম্বর পর্যন্ত এটিএম থেকে একবারে ২০০০ টাকার বেশি তোলা যাবে না৷ তারপর থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়তে পারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement