shono
Advertisement

Breaking News

ফেজ টুপি পরায় মুসলমান যুবককে ‘মার’, ঘটনার তীব্র নিন্দায় গৌতম গম্ভীর

যুবককে দিয়ে জোর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলানোর চেষ্টা হয় বলে অভিযোগ৷ The post ফেজ টুপি পরায় মুসলমান যুবককে ‘মার’, ঘটনার তীব্র নিন্দায় গৌতম গম্ভীর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:27 PM May 27, 2019Updated: 03:27 PM May 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নমাজের পর ফেজ টুপি পরে মসজিদ থেকে ফেরার পথে চূড়ান্ত হেনস্তার শিকার হলেন এক মুসলমান যুবক৷ রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তাঁকে৷ গুরুগ্রামের এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে৷ দ্রুত অপরাধীদের গ্রেপ্তারির দাবিতে সরব পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর

Advertisement

[ আরও পড়ুন: গোমাংস রাখার অভিযোগে মুসলিমদের বেধড়ক মার, ভাইরাল গোরক্ষকদের তাণ্ডবের ভিডিও]

অন্যান্য দিনের মতো রবিবারও ফেজ টুপি মাথায় দিয়ে নমাজ পড়তে গিয়েছিলেন গুরুগ্রামের জাকোবপুরার বাসিন্দা মহম্মদ বরকার আলম৷ কিন্তু বাড়ি ফেরার অভিজ্ঞতা মনে পড়লে এখন গায়ে কাঁটা দিয়ে উঠছে তাঁর৷ এখনও তাঁর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট৷ তিনি বলেন, ‘‘সদর বাজার লেনের কাছে বেশ কয়েকজন অপরিচিত যুবক আমাকে ঘিরে ধরে৷ ফেজ টুপি খুলে ফেলতে বলে৷ থাপ্পড় মারা হয় আমাকে৷ ‘ভারত মাতা কি জয়’ বলতে জোর করা হয়৷ আমি ওই যুবকদের কথা শুনে চিৎকার করে ‘ভারত মাতা কি জয়’ বলি৷ এরপর আমাকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয়৷ কিন্তু আমি তা বলতে চাইনি৷ তাতেই রেগে যায় ওই যুবকেরা৷ ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয় আমাকে৷ লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয়৷’’ মারধরের সময় আর্তনাদ করতে থাকেন আলম৷ আশেপাশের বাসিন্দারা দৌড়ে আসেন৷ তাঁরা আলমকে সাহায্য করতে গেলে বাধার সম্মুখীন হন বলে অভিযোগ৷ 

[ আরও পড়ুন: গো-পালনে বাধা, ভিসা না পেয়ে ‘পদ্মশ্রী’ ফেরাচ্ছেন বিদেশিনী]

এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘‘এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৯, ১৫৩, ৩২৩ এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে৷ দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে৷’’ মুসলমান যুবককে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পূর্ব দিল্লির জয়ী বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর৷ ফেজ টুপি পরায় মারধরের ঘটনা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে ‘লজ্জাজনক’ বলেই টুইটে জানান তিনি৷ নির্যাতিতর পাশে দাঁড়িয়ে এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংসদ৷

The post ফেজ টুপি পরায় মুসলমান যুবককে ‘মার’, ঘটনার তীব্র নিন্দায় গৌতম গম্ভীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement