shono
Advertisement

লড়েও পারল না দক্ষিণ আফ্রিকা, ফের মেয়েদের টি-২০ বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার

ষষ্টবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পকেটে পুরল অজিরা।
Posted: 09:35 PM Feb 26, 2023Updated: 09:49 PM Feb 26, 2023

অস্ট্রেলিয়া: ১৫৬-৬ (বেথ মুনি ৭৪, গার্ডনার ২৯)
দক্ষিণ আফ্রিকা: ১৩৭-৬ (উলভার্ট ৬১, ট্রিয়ন ২৫)
অস্ট্রেলিয়া ১৯ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েদের ক্রিকেটে নিজেদের দাপট বজায় রাখল অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপের (Women’s T20 World Cup) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ষষ্টবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পকেটে পুরল অজিরা। ফাইনালে অস্ট্রেলিয়া জিতল ১৯ রানে।

Advertisement

এমনিতে ফাইনালে নামার আগে ধারেভারে এগিয়েই ছিল অজিরা। মহিলাদের ক্রিকেটে অজিরা রীতিমতো দোর্দণ্ডপ্রতাপ। সে তুলনায় দক্ষিণ অফ্রিকা (South Africa) ছিল অনভিজ্ঞ। কিন্তু ঘরের মাঠে এবার প্রোটিয়াদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশেষ করে যেভাবে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করে, সেটা সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করে। সেই আশা ম্যাচের শেষ পর্যন্ত জিইয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে স্নায়ুর চাপ সামলে খেতাব পকেটে পুরল ব্যাগি গ্রিনরা।

[আরও পড়ুন: টেবিল সাজানো খাবার, ফাঁস নতুন দড়িতে! রিজেন্ট পার্কের রহস্যমৃত্যু কি পূর্ব পরিকল্পিত? উঠছে প্রশ্ন]

রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজিরা। প্রথমে ব্যাট করে শুরুটা বেশ ভালই হয়েছিল তাদের। একটা সময় ১৪ ওভারে ১১০ রানে মাত্র ৩ উইকেট খুইয়ে বেশ ভাল জায়গায় ছিল অস্ট্রেলিয়া। মনে হচ্ছিল হয়তো বড় রানের ইনিংসই গড়বেন বেথ মুনি, গার্ডনাররা। ঠিক তখনই পালটা আঘাত হানে দক্ষিণ আফ্রিকা। শেষদিকে দ্রুত উইকেট তুলে ম্যাচে ফেরে তারা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ১৫৬ রানে।

[আরও পড়ুন: রাত বাড়লেই ফ্ল্যাটে ফুর্তির ফোয়ারা, হৈমন্তীর উদ্দাম জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন পড়শিরা]

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি দক্ষিণ আফ্রিকার। একদিকে ওপেনার উলভার্ট লড়াই করে গেলেন। অন্যদিকে হতাশাজনকভাবে রানের গতি বাড়াতে পারলেন না তাঁর সতীর্থরা। তবে চাপের মুখেও দলকে লড়াইয়ে রেখেছিলেন উলভার্ট। কিন্তু শেষদিকে অভিজ্ঞতার অভাবে ভুগতে হল প্রোটিয়াদের। উলভার্ট আর ট্রিয়ন ছাড়া আর কোনও ব্যাটার সেভাবে দাঁড়াতেই পারলেন না। যার ফলে লড়াইয়ে থেকেও ৬ উইকেটে ১৩৭ রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। অজিরা (Australia) জিতল ২০ রানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement