সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় তিনি ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটের উঠতি মুখ। দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়েও খেলেছেন। কিন্তু একটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় কোমায় চলে যান। প্রায় ৮ বছর ওই অবস্থায় থাকার পর অবশেষে প্রয়াত হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার আকশু ফার্নান্দো। সম্প্রতি অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। এবার ফার্নান্দোর প্রয়াণে শোকাহত ক্রিকেটভক্তরা।
১৯৯১ সালে জন্ম ফার্নান্দো। ডানহাঁতে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংও করতেন। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন। সেমিফাইনালে শ্রীলঙ্কা হারলেও তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ রান করেছিলেন। এরপর অনূর্ধ্ব-২৩ পর্যায়েও খেলেছিলেন। নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলতেন।
তবে ২০১৮ সালে এক ভয়ানক দুর্ঘটনায় সব হিসেবনিকেশ বদলে যায়। সেই বছরের ২৮ ডিসেম্বর এক সতীর্থর সঙ্গে অনুশীলন শেষে ফিরছিলেন। রেললাইন পার করার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। শরীরের বেশ কয়েকটি হাড় ভাঙে, মাথায় ভয়ানক চোট লাগে। যার জেরে কোমায় চলে যান ফার্নান্দো। তারপর থেকে আট বছর লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর দীর্ঘ চিকিৎসায় কার্যত সর্বস্বান্ত হতে বসেছিল পরিবার। অবশেষে মঙ্গলবার প্রয়াত হন ফার্নান্দো।
উল্লেখ্য, ৫৪ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, বক্সিং ডে অর্থাৎ ২৬ ডিসেম্বর মেনিনজাইটিসে আক্রান্ত হন তিনি। দ্রুত তাঁকে মেলবোর্নের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, তিনি কোমায় চলে গিয়েছেন। এর মধ্যে ফার্নান্দোর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটভক্তরা।
