ভারত: ১১৭/১০ (কোহলি-৩১, স্টার্ক- ৫৩/৫)
অস্ট্রেলিয়া: ১২১/০ (হেড-৫১* ও মার্শ- ৬৬*)
১০ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১১ ওভারের দাপুটে ব্যাটিং। আর তাতেই ধরাশায়ী বিপক্ষ। না, কোনও টি-টোয়েন্টি ম্যাচের ফল নয়। টিম ইন্ডিয়াকে এভাবেই একদিনের ম্যাচে হাসতে হাসতে হারাল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডে-তে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১০ উইকেটে বিরাট জয় পেলেন স্টিভ স্মিথরা।
চলতি সিরিজের প্রথম ম্যাচে শ্যালকের বিয়ের জন্য ছুটি নিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। হার্দিকের নেতৃত্বে সেই ম্যাচে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই করেই জিততে হয় ভারতকে। তবে বিশাখাপত্তনমে রোহিত ফিরলেও জয় অধরাই রয়ে গেল। গত ম্যাচের মতো এদিনও অজি পেসের সামনে একেবারে অসহায় আত্মসমর্পণ করলেন গিল, রোহিত, রাহুল, হার্দিকরা। দলের হয়ে সর্বোচ্চ রান বিরাট কোহলির (৩১)। অক্ষর প্যাটেল অপরাজিত ২৯ রান করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও টেল এন্ডাররা ক্রিজে টিকতে পারেননি। মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ভারত। শ্রেয়সের অনুপস্থিতিতে সূর্যকুমারকে দলে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিন শূন্য রানে আউট হন তিনি। কেন সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হল না? প্রশ্ন তুলতে শুরু করেছে নেটিজেনদের একাংশ।
[আরও পড়ুন: আইএসএল চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল মোহনবাগান? কোন পুরস্কার কার দখলে?]
বৃষ্টিভেজা বিশাখাপত্তনমে টস হেরে ব্যাটিং করতে নামতে হয়েছিল ভারতকে। স্যাঁতসেতে পরিবেশে প্রথম ওভার থেকেই আঘাত হানেন স্টার্ক। তারপর একে একে তুলে নেন পাঁচটি উইকেট। ২৩ রান দিয়ে তিনটি উইকেট ঝুলিতে ভরেন অ্যাবট। এহেন রান নিয়ে প্রতিপক্ষের সামনে ঢাল হয়ে দাঁড়ানো যে অত্যন্ত কঠিন, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতীয় পেসার কিংবা স্পিনাররা অজিদের সামনে কোনও বাধাই তৈরি করতে পারলেন না।
ওপেনিং জুটি ট্রেভিস হেড (৫১*) ও মিচেল মার্শই (৬৬*) হাসতে হাসতে জিতিয়ে দেয় অজিবাহিনীকে। ওয়ানডে ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার। সিরিজ জিততে চেন্নাইয়ে তৃতীয় ওয়ানডে জিততেই হবে ভারতকে। এই সিরিজকেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। সেখানে দলের এমন লজ্জাজনক হার নিঃসন্দেহে চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।