shono
Advertisement

Breaking News

Shahrukh Khan KKR

কেকেআরে এবার শুধুই বাদশাহী রাজ! নাইটদের বাড়তি শেয়ার কিনছেন শাহরুখ নিজেই

নতুন কোনও মালিক নয়, এবার শুধুই শাহরুখ।
Published By: Subhajit MandalPosted: 01:55 PM Dec 26, 2025Updated: 01:55 PM Dec 26, 2025

অরিঞ্জয় বোস ও রাজর্ষি গঙ্গোপাধ্যায়: নতুন কোনও মালিক নয়। কেকেআরে প্রতিপত্তি বাড়াতে চলেছেন শাহরুখ খান নিজেই। দিন কয়েক আগে থেকেই জল্পনা চলছিল, কেকেআরে নিজের শেয়ার বেচতে চাইছেন জয় মেহেতা। সেক্ষেত্রে মরশুম শুরুর আগেই নাইট শিবিরে যুক্ত হতে পারেন নতুন কোনও মালিক। কিন্তু সেসব জল্পনায় ইতি টেনে শাহরুখ সিদ্ধান্ত নিয়েছেন, তিনি নিজেই মেহেতা গ্রুপের থেকে অতিরিক্ত শেয়ার কিনে নেবেন।

Advertisement

কেকেআরের মালিকানা এই মুহূর্তে মূলত রয়েছে শাহরুখ খানের রেড চিলিজ এবং জুহি চাওলা-জয় মেহেতার মেহেতা গ্রুপের হাতে। এর মধ্যে ৫৫ শতাংশ শেয়ার নিয়ে দলের মূল মালিকানা রয়েছে কিং খানের সংস্থার হাতে। জুহি চাওলা-জয় মেহতার হাতে রয়েছে ৪৫ শতাংশ শেয়ার। তাঁরা নিজেদের শেয়ারের কিছু অংশ বিক্রি করতে চাইছেন। আসলে যে সময় ওই দুই সংস্থা যৌথভাবে নাইটদের মালিকানা পায়, সেসময়ের তুলনায় নাইটদের বর্তমান বাজারমূল্য অনেক বেশি। তাই মেহেতা গ্রুপ মূলধন বাড়াতে নিজেদের শেয়ারের কিছু অংশ বিক্রি করতে চায়। ওই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য নমুরা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগও করেছে মেহেতা গ্রুপ।

তবে তৃতীয় কোনও সংস্থা নয়, ওই শেয়ার কিনছেন খোদ শাহরুখ খানই। নাইট ঘনিষ্ঠ সূত্র তেমনটাই বলছে। জানা গিয়েছে, মেহেতা গ্রুপের অধীনে যা শেয়ার রয়েছে তাঁর বেশ খানিকটা কিং খান কিনে নেবেন। তবে মেহেতারা পুরোপুরি নাইটদের মালিকানা ছাড়ছে না। জুহি চাওলার অংশের শেয়ার তাঁর হাতেই থাকছে। যদিও সেটা শাহরুখের তুলনায় নগণ্য। যার অর্থ, এবার কেকেআরে কার্যত নিরঙ্কুশ হয়ে যাবেন এসআরকে।

আইপিএলের অন্যতম সফল দল কেকেআর। তিনবারের চ্যাম্পিয়ন, চারবারের ফাইনালিস্ট। তাছাড়া শাহরুখ খান এবং কলকাতার নাম যুক্ত থাকার জন্য আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে কেকেআরের। ভারতের বাইরে আরও তিন দেশের তিন ফ্র্যাঞ্চাইজিও এই সাম্রাজ্যে যুক্ত। সেই সাম্রাজ্যে এবার শুধুই চলবে বাদশাহী রাজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেকেআরে প্রতিপত্তি বাড়াতে চলেছেন শাহরুখ খান নিজেই।
  • দিন কয়েক আগে থেকেই জল্পনা চলছিল, কেকেআরে নিজের শেয়ার বেচতে চাইছেন জয় মেহেতা।
  • শাহরুখ সিদ্ধান্ত নিয়েছেন, তিনি নিজেই মেহেতা গ্রুপের থেকে অতিরিক্ত শেয়ার কিনে নেবেন।
Advertisement