সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ জুন ওমানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া (Australia Cricket)। তার আগেই মহাসমস্যায় পড়লেন প্যাট কামিন্সরা। অজি দলের দুই তারকা মিচেল স্টার্ক আর গ্লেন ম্যাক্সওয়েলও বিমান পেতে দেরি হওয়ায় বিপদে পড়লেন।
আইপিএল ফাইনাল মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়া দলের দুই সতীর্থ। সেই লড়াইয়ে হায়দরাবাদের প্যাট কামিন্সকে (Pat Cummins) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন নাইট রাইডার্সের মিচেল স্টার্ক (Mitchell Strac)। ফাইনাল খেলে সিডনি উড়ে গিয়েছিলেন কামিন্স। সেখান থেকেই তিনি ওয়েস্ট ইন্ডিজ পাড়ি দেন। কিন্তু মাঝে দুদিন অপেক্ষা করতে হল কামিন্স আর তাঁর স্ত্রী বেকিকে। কারণ পথে ব্যাগ হারিয়ে গিয়েছিল তাঁদের। আপাতত বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযানে পাড়ি দিলেও ব্যাগ ফেরত পাননি তাঁরা।
[আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনায় ইতি? হার্দিক ফর্মে ফিরতেই নাতাশার ইনস্টায় ফিরল যুগলের ছবি]
তবে আইপিএল চ্যাম্পিয়ন মিচেল স্টার্কের সমস্যা অন্য। আমেরিকা থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি দেওয়ার বিমান পেতে দেরি হয়েছে তাঁর। সঙ্গে ছিলেন সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েলও (Glenn Maxwell)। তাঁরাও দুদিন পরে পৌঁছন বার্বাডোজে। মাঝে লস অ্যাঞ্জলস ও মায়ামিতে এক রাত করে থাকতে হয়েছে দুজনকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনজনের কেউই খেলতে পারেননি। দেরিতে কিট পৌঁছনোয় ওই ম্যাচে নামতে পারেননি মার্কাস স্টোয়নিসও। ওই ম্যাচে কোচিং স্টাফরা মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার হয়ে।
[আরও পড়ুন: শিকড় কলকাতায়, বিশের বিশ্বযুদ্ধে কানাডার পতাকা বাঙালি নিখিলের হাতে]
তবে প্রস্তুতি ম্যাচে যে তাঁদের না পাওয়া যেতে পারে, সে বিষয়ে তৈরি ছিল অস্ট্রেলিয়া ম্যানেজমেন্ট। দলের স্পিনার অ্যাসটন অ্যাগার বলেন, "অনেকেই ভারতে আইপিএল খেলে আসছে। ৪৮ ঘণ্টাও বাড়িতে থাকেনি ওরা। আপাতত আমরা ক্যারিবিয়ানে দারুণ সময় কাটাচ্ছি।" বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপে ওমান ছাড়াও আছে ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। ওমান ম্যাচের পরই ৮ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণে নামবে মিচেল মার্শের দল।