সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের কর্মীদের সাহায্যে শক্রদেশের আধিকারিককে প্রেমের ফাঁদে ফেলে গোপন তথ্য জেনে নেওয়ার ছক। একেই বলে হানিট্র্যাপ। এই কৌশলেই ভারতীয় হাই কমিশনের তিনজন কর্মীর কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। কিন্তু, ওই তিন কর্মী আগেভাগে বিষয়টি টের পেয়ে পাওয়ায়, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। চলতি সপ্তাহে গোড়ায় ওই তিন কর্মীকে দেশে ফিরে এনেছে বিদেশমন্ত্রক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
[শরিয়তে নাক গলাচ্ছেন মোদি, তিন তালাক বিল নিয়ে ক্ষুব্ধ মৌলবিরা]
বছর সাতেক আগে আইএসআইয়ের এক তরুণ আধিকারিকদের প্রেমে পড়ে গিয়েছিলেন ভারতীয় হাই কমিশনের আধিকারিক মাধুরী গুপ্ত। ইসলামাবাদে হাই কমিশনের প্রেস বিভাগে সেকেন্ড সেক্রেটারি পদে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, আফগানিস্থানে পরিকাঠামোর তৈরিতে বিনিয়োগ সংক্রান্ত গোপন তথ্য আইএসআইয়ের ওই আধিকারিকদের জানিয়ে দিয়েছিলেন মাধুরী। তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল। তবে এবার পাকিস্তানের হ্যানিট্র্যাপের ছক বানচাল করে দিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের দাবি, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের তিনজন কর্মীকে প্রেমের ফাঁদে ফেলে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল পাক-গোয়েন্দা সংস্থা আইএসআই। কিন্তু, তথ্য পাচার হওয়ার আগেই বিষয়টি টের পেয়ে যান হাই কমিশনের পদস্থ আধিকারিকরা। ওই তিন জন আধিকারিক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নন। তদন্তে সবরকম সাহায্য করছেন তাঁরা। তবে ভবিষ্যতে তাঁদের আর পাকিস্তানে পাঠানো হবে না। চলতি সপ্তাহের গোড়ায় তিনজনকেই দেশে ফিরিয়ে আনা হয়েছে।
[গুজরাটে ভরাডুবি হবে দলের, অনুমান খোদ বিজেপি সাংসদেরই]
জানা গিয়েছে, ওই তিন জন কর্মী পাকিস্তানের ভারতীয় হাই কমিশনের ভাষা বিভাগের কর্মী ছিলেন। মূলত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি অনুবাদের কাজ করতেন তাঁরা। বিদেশমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, প্রেমের ফাঁদে ফেলে ওই তিনজনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন আইএসআই নিযুক্ত মহিলা কর্মীরা। তারপর ঘনিষ্ট মুহুর্তের ছবি তুলে ব্ল্যাকমেল করে তাঁদের কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার ছক কষেছিল পাক গোয়েন্দা সংস্থা।
[আধার না থাকলে যৌনপল্লির দরজা বন্ধ, নয়া নিয়মের গেরোয় ‘খদ্দেররা’]
প্রসঙ্গত, সারা বিশ্বেই এখন তথ্য হাতানোর জন্য ‘হানিট্র্যাপ’ একটি পরিচিত কৌশল। এরআগে বহুবার এই কৌশলে ভারতীয় আধিকারিকদের কাছ থেকে তথ্য জানার চেষ্টা চালিয়েছে পাকিস্তান।
[বাতিল হতে পারে পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স, চিন্তায় Airtel]
The post ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের তিন কর্মীকে ‘হ্যানিট্র্যাপ’-এর চেষ্টা বানচাল appeared first on Sangbad Pratidin.