shono
Advertisement

Breaking News

বেআইনি যানচলাচলের প্রতিবাদ, বাগুইআটি-উল্টোডাঙা রুটে বন্ধ অটো

বেআইনি অটোর দৌরাত্ম্যের প্রতিবাদেই ধর্মঘটে শামিল চালকরা৷ The post বেআইনি যানচলাচলের প্রতিবাদ, বাগুইআটি-উল্টোডাঙা রুটে বন্ধ অটো appeared first on Sangbad Pratidin.
Posted: 01:54 PM Jun 29, 2019Updated: 01:54 PM Jun 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগুইআটি থেকে উল্টোডাঙা রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ অটো। শনিবার সকালেও ওই রুটে একটিও অটোর দেখা নেই৷ চালকদের একাংশের অভিযোগ, ওই রুটে ৫০০-র বেশি বেআইনি অটো চলছে। তার প্রভাব পড়েছে রোজগারেও। তাই প্রায় ৪০০টিরও বেশি অটো বন্ধ রেখে প্রতিবাদে শামিল চালকরা৷ এদিকে, ব্যস্ত সময়ে অটোর আকালে যাত্রী দুর্ভোগ চরমে। গন্তব্যে পৌঁছাতে রীতিমতো নাকানিচোবানি খেতে হচ্ছে তাঁদের৷

Advertisement

[ আরও পড়ুন: এনআরএস কাণ্ডে পুলিশের কোনও গাফিলতি ছিল না, রিপোর্ট দিল লালবাজার]

চালকদের অভিযোগ, বাগুইআটি থেকে উল্টোডাঙা রুটে বৈধ অটো মাত্র ৪২২টি। কিন্তু অবৈধ অটোর সংখ্যা তার চেয়ে অনেক বেশি৷ সংখ্যার নিরিখে তা পাঁচশোরও বেশি। তার জেরে অনেক সময় লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত যাত্রী৷ রুটে অটো চালিয়ে কিছুই লাভ হচ্ছে না৷ অটোচালকদের দাবি, একাধিকবার প্রতিবাদ জানিয়েও লাভ হয়নি৷ আশ্বাস দিলেও, প্রশাসনের তরফে বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন অটোচালকরা৷ বর্তমানে ওই রুটে ৪০০টি অটো চলাচল বন্ধ রাখা হয়েছে৷

বাগুইআটি থেকে উল্টোডাঙা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট৷ বাস থাকলেও, বেশিরভাগ মানুষই ওই রুটে যাতায়াতের জন্য অটোর উপরেই বেশি ভরসা রাখেন৷ সেক্ষেত্রে ব্যস্ত সময়ে অটো না মেলায় দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা৷ অটো পরিষেবা বন্ধ থাকায় বাসে ভিড় অত্যন্ত বেশি৷ অফিস টাইমে ভিড়ে ঠাসা বাসে পা দেওয়ারও জায়গা নেই৷ আরেকদিকে, উল্টোডাঙা-বিমানবন্দর রুটেও আপাতত অটো চলাচল বন্ধ৷ 

বাধ্য হয়ে অ্যাপ ক্যাবের উপর ভরসা রাখছেন অনেকেই৷ এদিকে, আবার মাসপয়লাতেই অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দিয়েছে সংশ্লিষ্ট সংগঠন৷ বন্ধ থাকবে ট্যাক্সিও৷ সেক্ষেত্রে অটো ধর্মঘট যদি মাসের শুরু পর্যন্ত গড়ায়, তবে কীভাবে গন্তব্যে পৌঁছাবেন তা নিয়ে যথেষ্ট চিন্তিত যাত্রীরা৷ প্রশাসনের হস্তক্ষেপে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হোক, এমনটাই দাবি ভুক্তভোগীদের৷

[ আরও পড়ুন: বিশ্বকাপের আবহে ফের সক্রিয় বেটিং চক্র, কলকাতায় ধৃত ২]

The post বেআইনি যানচলাচলের প্রতিবাদ, বাগুইআটি-উল্টোডাঙা রুটে বন্ধ অটো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement