shono
Advertisement
Kudghat

দশমীর রাতে অটোচালকদের উপর হামলা! প্রতিবাদে কুঁদঘাটে বন্ধ অটো, ভোগান্তিতে আমজনতা

অটোচালকরা সাফ কথা, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। তার পরই চালু হবে পরিষেবা।
Published By: Tiyasha SarkarPosted: 04:58 PM Oct 13, 2024Updated: 04:58 PM Oct 13, 2024

নিরুফা খাতুন: দশমীর রাতে অটোচালকদের উপর হামলার প্রতিবাদ। কুঁদঘাটে বন্ধ অটো পরিষেবা। একাদশীর সকাল থেকে প্রবল ভোগান্তির শিকার আমজনতা। এদিকে অটোচালকরা নিজেদের অবস্থানে অনড়। তাঁদের সাফ কথা, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।

Advertisement

বিষয়টা ঠিক কী? ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, দশমীর রাতে ১১৬ নম্বর ওয়ার্ডের কুঁদঘাটে অটোচালকদের উপর চড়াও হন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁদের মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়ায় এলাকায়। এই ঘটনার প্রতিবাদেই রবিবার সকাল থেকে অটো চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন চালকরা। এদিন সকাল থেকে কুঁদঘাট থেকে চলছে না অটো। ফলে পথে বেরিয়ে প্রবল ভোগান্তির শিকার হতে হচ্ছে আমজনতাকে। অতিরিক্ত অর্থ খরচ কোনও অন্য পথে পৌঁছতে হচ্ছে গন্তব্যে।

এদিন সকালে অটো স্ট্যান্ডে যান স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত সাহা। তিনি কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু অটোচালকদের সাফ কথা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। অন্যথায় পরিষেবা স্বাভাবিক হবে না। জানা গিয়েছে, এ বিষয়ে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়াও মেলেনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দশমীর রাতে অটোচালকদের উপর হামলার প্রতিবাদ। কুঁদঘাটে বন্ধ অটো পরিষেবা।
  • একাদশীর সকাল থেকে প্রবল ভোগান্তির শিকার আমজনতা।
  • এদিকে অটোচালকরা নিজেদের অবস্থানে অনড়। তাঁদের সাফ কথা, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।
Advertisement