অর্ণব আইচ ও নিরুফা খাতুন: আর সশরীরে হাজিরা নয়! নিরাপত্তার কথা মাথায় রেখে আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে এবার থেকে ভারচুয়ালি হাজির করানো হতে পারে শিয়ালদহ আদালতে। ভারচুয়াল শুনানির জন্য প্রেসিডেন্সি জেলে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এমনই খবর সূত্রে।
এরকম এক হাইপ্রোফাইল বন্দিকে রোজ প্রেসিডেন্সি থেকে শিয়ালদহ কোর্টে নিয়ে আসা নিরাপদ নয়। তার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করতে হচ্ছে রোজ। সকাল থেকে সন্ধে পর্যন্ত বিপুল পুলিশ ফোর্স সেখানে ব্যস্ত থাকছে। তার উপর প্রিজন ভ্যানে বসে অভিযুক্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে নানা মন্তব্য করছে। কখনও কলকাতা পুলিশের দিকে আঙুল তুলছে। আদালতে চত্বরে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে তাকে রোজ আদালতে আনা সম্ভব নয় বলেই পুলিশের একাংশ মনে করছে। বিচারকের কাছেও বিষয়টি জানানো হয়েছে বলে সূত্রের খবর। তাই এবার সঞ্জয়কে ভারচুয়ালি হাজির করার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।
সূত্রের দাবি, এদিকে আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় আগামী সপ্তাহে আদালতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ- সহ ধৃত চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারে সিবিআই।
আদালতে চার্জ গঠনের দিন সঞ্জয় রায় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে সাফাই দেয় যে, তাকে ‘আসলদের বাঁচাতে’ ফাঁসানো হচ্ছে। সোমবার বিচারপর্বের প্রথম দিনের শুনানির পর শিয়ালদহ আদালত থেকে প্রিজন ভ্যানে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিশানা করে। ফের তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করতে থাকে। এর পরই তার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এবার তাকে ভারচুয়ালি হাজিরা দেওয়ার ভাবনা চিন্তা শুরু হয়েছে।