shono
Advertisement

শ্যামনগরে অটোচালকদের দৌরাত্ম্য! বচসা, হাতাহাতিতে জখম ৫ সিভিক ভলান্টিয়ার

বেআইনি অটো পার্কিংয়ে বাধা দেওয়ায় অশান্তি।
Posted: 01:09 PM May 11, 2023Updated: 01:41 PM May 11, 2023

অর্ণব দাস, বারাকপুর: শ্যামনগরে অটোচালকদের দাদাগিরি! স্টেশনের সামনে ‘বেআইনিভাবে’ অটো রাখা ঘিরে অশান্তি। সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ অটো চালকদের বিরুদ্ধে। জখম ৫ সিভিক ভলান্টিয়ার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্টেশনের সামনে অটো রাখাকে কেন্দ্র করে নিত্য অশান্তি। স্টেশনের সামনে দীর্ঘক্ষণ অটো দাঁড় করিয়ে রাখার অভিযোগ। সম্পূর্ণ ভরতি না হওয়া পর্যন্ত অটো সরাতে চান না চালকরা, বারবার এমন অভিযোগ করেছেন এলাকার দোকানিরা। বৃহস্পতিবারও স্টেশনের সামনে অটো দাঁড় করিয়ে রাখেন চালকরা। এক সিভিক ভলান্টিয়ার বারণ করলে তাঁর উপর চড়াও হন চালকরা। এমনই অভিযোগ। দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়ে যায়।

[আরও পড়ুন: ‘গণতন্ত্রে প্রশাসনিক ক্ষমতা নির্বাচিত সরকারের হাতেই’, সুপ্রিম রায়ে হাসি ফুটল কেজরির মুখে]

 

খবর পেয়ে ছুটে আসেন পুলিশ কর্মীরাও। তাতে অশান্তির পারদ চড়ে আরও। দু’পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। আহত হন পাঁচ সিভিক পুলিশ। তাঁদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা করানো হয়।

সিভিক পুলিশের অভিযোগ, স্টেশনের সামনে বেআইনিভাবে অটো দাঁড় করিয়ে রাখে। প্রতিবাদ করলে খুনের হুমকি দেয়। এদিন অটো সরাতে বলায় বচসা বেঁধে যায়। তা হাতাহাতি অবধি গড়ায়। পুলিশ কর্মীকে ধাক্কা দেয় অটোচালকরা দাবি দখম সিভিক ভলান্টিয়ারদের। 

[আরও পড়ুন: হাই কোর্টের প্রধান বিচারপতির শপথে মুখোমুখি মমতা-শুভেন্দু, তবে হল না কথা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার