shono
Advertisement

ফের অ্যাক্সিস ব্যাঙ্কে আয়কর হানা, ৮৯ কোটির লেনদেনে নজর

নোট বাতিলের পর থেকে ১৯টি অ্যাকাউন্টের গতিবিধি সন্দেহজনক! The post ফের অ্যাক্সিস ব্যাঙ্কে আয়কর হানা, ৮৯ কোটির লেনদেনে নজর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:09 PM Dec 22, 2016Updated: 04:39 PM Dec 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অ্যাক্সিস ব্যাঙ্কের একটি শাখায় হানা দিলেন আয়কর বিভাগের কর্তারা৷ বৃহস্পতিবার এই খবর জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম৷ আহমেদাবাদে অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় হানা দেন আয়কর অফিসাররা৷ সূত্রের খবর, ১৯টি অ্যাকাউন্ট মারফত প্রায় ৮৯ কোটি টাকার লেনদেন এখন আয়কর বিভাগের কর্তাদের নজরে রয়েছে৷

Advertisement

(নতুন নোটে বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি ৩৪ লক্ষ টাকা: LIVE)

বুধবার আহমেদাবাদের ময়ামনগরে অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় হানা দেন আয়কর অফিসাররা৷ জানা গিয়েছে, লেনদেনের খুঁটিনাটি তথ্য যাচাই করার সময় বেশ কিছু গলদ ধরা পড়ে আয়কর অফিসারদের চোখে৷ দেখা যায়, নোট বাতিলের পরেই আচমকা অতি সক্রিয় হয়ে উঠেছে ১৯টি অ্যাকাউন্ট৷ ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলে আয়কর বিভাগের অফিসাররা চারজন ব্যক্তিকে চিহ্নিত করেছেন৷ তাঁদের উপরেও নজর রাখছেন অফিসাররা৷ দেখা গিয়েছে, নোট বাতিলের পর থেকে আজ পর্যন্ত ওই সন্দেহজনক অ্যাকাউন্টগুলি থেকে ৮৯ কোটি টাকা লেনদেন হয়েছে৷ প্যান কার্ড ব্যবহার করে ওই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল, অন্য কোনও কেওয়াইসি নথি জমা দেওয়া হয়নি৷ আয়কর বিভাগের অফিসারদের অনুমান, কোনও এক মাথাই চারজনের ভুয়া পরিচয় ব্যবহার করে যাবতীয় লেনদেন করছে৷ সন্দেহজনক ওই ব্যক্তির খোঁজে তল্লাশি জারি রেখেছে আয়কর বিভাগ৷ নজর রাখা হচ্ছে অ্যাকাউন্টগুলির লেনদেনের উপরেও৷

The post ফের অ্যাক্সিস ব্যাঙ্কে আয়কর হানা, ৮৯ কোটির লেনদেনে নজর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement