shono
Advertisement

Breaking News

OMG! অনলাইনে ফাঁস বাহুবলী ২-এর দৃশ্য!

মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। The post OMG! অনলাইনে ফাঁস বাহুবলী ২-এর দৃশ্য! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:44 PM Apr 26, 2017Updated: 02:14 PM Apr 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে আর মাত্র একটা দিন। তারপরই শুক্রবার মিলবে বহু প্রতিক্ষীত সেই প্রশ্নের উত্তর। কাটাপ্পা কেন মেরেছিলেন বাহুবলীকে? কৌতূহলি দর্শক ইতিমধ্যেই টিকিট কিনতে শুরু করে দিয়েছেন। টিকিটের চাহিদাও তুঙ্গে। দক্ষিণ ভারতে তো প্রথম সপ্তাহের টিকিট প্রায় শেষ। পশ্চিমবঙ্গে প্রায় ৯৯ শতাংশ সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। কিন্তু তার আগেই বিপাকে পড়ল ‘বাহুবলী: দ্য কনক্ল্যুশন।’ অনলাইনে ফাঁস হয়ে গেল ছবির দৃশ্য।

Advertisement

[এবার স্টান্টম্যানদের জন্য এই কাজটি করলেন অক্ষয় কুমার]

একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, কোনও একটি প্রিভিউ শো থেকে ভিডিওটি ফাঁস হয়ে যায়। এবং মুহূর্তের মধ্যে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে। ভিডিওর বেশ কিছু প্রিন্ট শটও ধরা পড়েছে। তবে অনলাইনে যে লিঙ্কে ভিডিওটি দেখা যাচ্ছিল, এখন সেটি ডিলিট করে দেওয়া হয়েছে। যদিও গোটা বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন ছবির প্রযোজক। টুইট করে তিনি জানান, দেশের বেশ কিছু সেন্সর বোর্ডগুলিতেই শুধুমাত্র ছবির স্ক্রিনিং হয়েছে। এছাড়া ছবিটি আর কোথাও দেখানো হয়নি। ফলে কোনও প্রিমিয়ার থেকে ফাঁস হওয়ার প্রশ্নই উঠছে না।

উল্লেখ্য, গত বছর ছবির একটি দু’মিনিটের ভিডিও ফাঁস হয়েছিল। যাতে দেখা গিয়েছিল বাহুবলীর চরিত্রে অভিনয় করা প্রভাস এবং ছবির নায়িকা অনুষ্কা শেট্টি যুদ্ধের জন্য সেনা সাজাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, প্রথম ভারতীয় ছবি হিসেবে বক্স অফিসে ১০০০ কোটি টাকার ব্যবসা করে ইতিহাস গড়বে বাহুবলী টু। বিশ্ব জুড়ে ৯ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

[‘বাহুবলী: দ্য কনক্ল্যুশন’-এর মুক্তির পর কী করতে চলেছেন প্রভাস?]

[ফের বিপাকে, কপিল শোয়ের বিরুদ্ধে এবার উঠল ‘চুরি’র অভিযোগ]

The post OMG! অনলাইনে ফাঁস বাহুবলী ২-এর দৃশ্য! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement