সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কার পর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবগারি মামলায় জামিন এবং অসুস্থার জন্য অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো অর্থাৎ দুটি মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শুনানিতে ইডির (ED) আইনজীবীর কটাক্ষ, 'অসুস্থ' হওয়া সত্বেও ভোটপ্রচারে কমতি নেই কেজরির।
এদিন দুপুরে শুনানি হয় রাউস অ্যাভিনিউ আদালতে। অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু বলেন, বর্তমানে পাঞ্জাবে লোকসভা ভোটের প্রচার করতে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আচরণে এমন কিছুই দেখা যায়নি যা জামিন পাওয়ার যোগ্য। অতিরিক্ত সলিসিটার জেনারেল বলেন, "কেজরি এখন পাঞ্জাবে প্রচার চালাচ্ছেন। স্বাস্থ্যের কারণে দলীয় সভায় যোগ দেওয়া, বক্ততা দেওয়া ইত্যাদি আটকাচ্ছে না।" আরও বলেন, "জোর প্রচার চলছে। শেষ মুহূর্তে জামিনের আবেদন করা হয়েছে। তিনি কোনওভাবেই জামিনের পাওয়ার অধিকারী নন।" অপরপক্ষ কেজরিওয়ালের আইনজীবী অনুরোধ করেন, ১ জুন সকালের দিকে এই মামলার পরবর্তী শুনানি হোক। যেহেতু দুপুরে পারিবারিক একটি কাজ রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর।
[আরও পড়ুন: পুঞ্চ হাইওয়ে থেকে খাদে পড়ল যাত্রীবাহী বাস, কাশ্মীরের ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৫]
উল্লেখ্য, আগামী ২ জুন ফের জেলে ফিরে যাওয়ার কথা অরবিন্দ কেজরিওয়ালের। তা আটকাতেই শীর্ষ আদালতে অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় এই আবেদনের শুনানিই হবে না। তবে সুপ্রিম রেজিস্ট্রারের তরফে জানিয়ে দেওয়া হয়, জামিনের জন্য নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন আপ সুপ্রিমো। সেই মতোই রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেন কেজরি।