shono
Advertisement

সাংবাদিককে প্রকাশ্যে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি, বিতর্কে অসমের নেতা

দেখুন ভিডিও। The post সাংবাদিককে প্রকাশ্যে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি, বিতর্কে অসমের নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:06 AM Dec 27, 2018Updated: 10:06 AM Dec 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনেতা থেকে অভিনেতা৷ পুলিশই হোক বা সেনা৷ ‘গণতন্ত্রের ধ্বজাধারী’দের হাতে সংবাদমাধ্যমের আক্রান্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়৷ এবার অসমে এক সাংবাদিককে কুৎসিত ভাষায় গালিগালাজ করলেন ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমল৷ এমনকি ওই সংবাদকর্মীকে প্রকাশ্যে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকিও দেন ওই রাজনেতা৷

Advertisement

দলের নামে কায়দা করে ডেমোক্র্যাটিক ফ্রন্ট শব্দ দুটি জুড়লেও, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে তিনি কতটা সন্মান করেন তা এই ঘটনায় পরিষ্কার হয়ে গিয়েছে৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অসমে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জয়ী দলীয় প্রার্থীদের সংবর্ধনায় দক্ষিণ শালমারা মানকাছার জেলার হাট সিঙ্গিমারি এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে এআইইউডিএফ৷ দলের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সাংসদ আজমলও৷ যথারীতি আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ কাকে সমর্থন করবেন প্রশ্ন করা হলে আজমল জানান, তাঁর সমর্থন থাকবে বিজেপি বিরোধী মহাজোটের প্রতি৷ এপর্যন্ত সব ঠিকই ছিল৷ তারপরই স্থানীয় সংবাদমাধ্যমের এক সাংবাদিক প্রশ্ন করেন, কেন্দ্রে যে দল ক্ষমতায় আসবে তাকেই কি আজমল সমর্থন করবেন? এই প্রশ্নে তেলেবেগুনে জ্বলে উঠেন এআইইউডিএফ প্রধান৷ অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি৷ অভিযোগ তোলেন ওই সাংবাদিক নাকি বিজেপির থেকে ঘোষ নিয়েছে৷ তবে এতেই ক্ষান্ত থাকেননি ওই সাংসদ৷ আরেক সাংবাদিকের হাত থেকে মাইক কেড়ে নিয়ে তা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকিও দেন আজমল৷ 

এদিকে সাংবাদিক হেনস্তার এহেন ঘটনায় রাজ্যজুড়ে বয়ে গিয়েছে নিন্দার ঝড়৷ আজমলের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন অনেকেই৷ তবে নিজের কুকর্মে বিন্দুমাত্র অনুতপ্ত নন এআইইউডিএফ প্রধান৷ পালটা আক্রান্ত সাংবাদিককেই ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি৷ উল্লেখ্য, চলতি মাসেই অসমে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে৷ নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের ধাক্কা সামলে ভাল ফল করেছে ক্ষমতাসীন বিজেপি৷ হারানো জমি কিছুটা হলেও উদ্ধার করেছে কংগ্রেস৷ তবে ধাক্কা খেয়েছে আঞ্চলিক দল এজিপি৷ পাশাপাশি সংখ্যালঘুদের অনেকেই এআইইউডিএফ-এর পরিবর্তে কংগ্রেসেই আস্থা রেখেছেন৷ ফলে কিছুটা হলেও উদ্বিগ্ন আজমল৷                                                                                 

The post সাংবাদিককে প্রকাশ্যে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি, বিতর্কে অসমের নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার