সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেব অভিনীত ‘বাঘাযতীন’ ছবির ট্রেলার ইতিমধ্য়েই শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। বাঘাযতীন অবতারে দেবকে দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। তবে এরই মাঝে এক দুঃসংবাদ। জানা গিয়েছে, এই ছবির পরিচালক অরুণ রায় ক্যানসারে আক্রান্ত।
খবর অনুযায়ী, পরিচালক অরুণ রায়ের খাদ্য়নালীতে ক্যানসার ধরা পড়েছে। প্রথম স্টেজেই ক্য়ানসার ধরা পড়েছে তাঁর। চিকিৎসক তাঁকে কেমোথেরাপির পরামর্শ দিয়েছেন। তবে পরিচালক অরুণ রায় কিন্তু এই নিয়ে একেবারেই চিন্তিত নয়। বরং ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, তাঁর বিশেষ কোনও শারীরিক সমস্য়া নেই। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন তিনি। এমনকী, তিনি জানিয়েছেন, তাঁর এই অসুস্থতা কাজের বাধা হবে না।
[আরও পড়ুন: ‘পাঠান’-এর শাপমোচন! এবার ভারত-বাংলাদেশে একইদিনে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’]
২০২১ সালে ‘গোলন্দাজ’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে বড়পর্দায় দেবকে দেখা গিয়েছিল। এসভিএফের পরিচালনায় সে ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবার নিজের প্রযোজনাতেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেব। তাতেই অনুরাগীদের প্রত্যাশার পারদ তুঙ্গে। আরও একটি ব্লকবাস্টার সুপারস্টার উপহার দিতে চলেছেন, এমনটাই মনে করছেন তাঁরা। ১৯ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘বাঘাযতীন’। হিন্দি প্রি-টিজার প্রকাশ করা হবে স্বাধীনতা দিবসে। টিজারের বাঘের দৃশ্য আবার তৈরি করেছেন ‘RRR’ খ্যাত গ্রাফিক শিল্পী।