সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে বাড়িতে চুরি, সেই বাড়িতে বসেই চুরির টাকায় সাঙ্গপাঙ্গ ডেকে পার্টি! অভিনেত্রী পুনম ধিল্লোঁর বাড়িতে দুষ্কৃতির আজব কাণ্ড। বাড়ি রং করানোর জন্য বরাত দেওয়া হয়েছিল এক ব্যক্তিকে। ফাঁকা বাড়ি পেয়ে লক্ষাধিক মূল্যের হিরের গয়না, মোটা নগদ হাতিয়ে অন্য রং মিস্ত্রিদের ডেকে খানাপিনা করল ওই দুষ্কৃতি। যদিও শেষমেশ পুলিশের হাত থেকে রেহাই পায়নি অভিযুক্ত। তবে পুনমের (Poonam Dhillon) খোয়া যাওয়া সব টাকা উদ্ধার কার যায়নি।
পুনমের খর এলাকার ফ্ল্যাট রং করার জন্য ডাকা হয় এক ব্যক্তিকে। ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রং করার জন্য বরাত দেওয়া হয়েছিল তাকে। অভিনেত্রী যদিও সেই বাড়িতে বিশেষ একটা থাকেন না। তবে তাঁর ছেলে আনমোল মাঝেমধ্যে যান খরের ফ্ল্যাটে। কিন্তু তিনিও ওইসময়ে বাড়ি যাননি। এদিকে ফাঁকা ফ্ল্যাটের সুযোগ পেয়ে বর্ষীয়ান অভিনেত্রীর হিরের নেকলেস-সহ ৫০০ মার্কিন ডলার এবং ভারতীয় মুদ্রায় আরও ৩৫ হাজার টাকা হাতায় ওই রং মিস্ত্রি। তার পর সেকান থেকেই ৯০০০ টাকা খরচ করে অন্য রং মিস্ত্রিদের সঙ্গে চলে তার দেদার খানাপিনা।
গত ৫ জানুয়ারি পুনম ধিল্লোঁর ছেলে আনমোল দুবাই থেকে বাড়ি ফিরতেই বিষয়টি তাঁর নজরে আসে। তৎক্ষণাৎ তাঁর ম্যানেজার সন্দেশ চৌধুরীকে অভিযোগ দায়ের করার কথা বলেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুরো টাকা পাওয়া যায়নি বলে দুঃখিত নন পুনম। বরং কেয়ারটেকারকে কড়া ভাষায় গোপনীতা ভঙ্গের অভিযোগ জানিয়েছেন। অভিনেত্রীর প্রশ্ন, 'কী করে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেওয়া হল? তাও আবার কোনওরকম পরিচয়পত্র ছাড়াই। ভাগ্য ভালো সময় থাকতে পুলিশি পদক্ষেপের জন্য অনেক জিনিস ফেরত পাওয়া গিয়েছে। নইলে বিক্রিও হয়ে যেতে পারত খোয়া যাওয়া জিনিসপত্র।'