সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকে পদক না জিতলেও দেশবাসীর হৃদয় জিতেছেন কুস্তিগির ভিনেশ ফোগাট। তাঁকেই ‘প্রতারক’ বলে তোপ দেগেছেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ। সেই সঙ্গে আর এক তারকা কুস্তিগির বজরং পুনিয়াকেও আক্রমণ করেছন প্রাক্তন বিজেপি সাংসদ। এবার তাঁকে পালটা দিলেন পুনিয়া।
কী বলেছিলেন ব্রিজভূষণ? তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আপনি কুস্তিতে জিততে পারেননি। কিন্তু সেখানে আপনি প্রতারণা করে পৌঁছেছিলেন। ঈশ্বর শাস্তি দিয়েছেন আপনাকে।” এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পুনিয়া এর জবাব দিতে গিয়ে বলেন, ''এর থেকে ব্রিজভূষণ সিংয়ের মানসিকতা বোঝা যায়। ওটা ভিনেশের মেডেল হত না। ১৪০ কোটি ভারতীয়র মেডেল হত। উনি ওর পরাজয় নিয়ে উল্লাস প্রকাশ করেছেন। যারা ভিনেশের ডিসকোয়ালিফিকেশনে উল্লাস করে তারা কি দেশভক্ত? আমরা ছোটবেলা থেকেই দেশের জন্য লড়ছি। আর এরা এসেছে আমাদের দেশভক্তি শেখাতে। এরা তো মেয়েদের শ্লীলতাহানি করে।''
[আরও পড়ুন: এবার মধ্যপ্রদেশে নেকড়ে আতঙ্ক, ‘নরখাদকের’ হামলায় জখম ৫, তটস্থ গোটা এলাকা]
মহিলা কুস্তিগিরদের হেনস্তার অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন কুস্তিগিররা। যে প্রতিবাদের প্রধান মুখ ছিলেন ভিনেশ, বজরং ও সাক্ষী। এদিকে শুক্রবারই আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েছেন ভিনেশ।
আর তার পরই তাঁকে তোপ দেগে ব্রিজভূষণ বলেন, ''কোনও খেলোয়াড় কি একদিনে দুটো ক্যাটাগরিতে ট্রায়াল দিতে পারে? ওজন নেওয়ার পর পাঁচঘণ্টা পর্যন্ত সেই ট্রায়াল থমকে রাখা যায়? অলিম্পিকে যাওয়ারই যোগ্যতা ছিল না ওঁর। যাঁর কাছে ট্রায়ালে হেরেছিলেন, তাঁর জায়গা দখল করে অলিম্পিকে যান ঝামেলা পাকিয়ে। তাই যা হয়েছে ঠিকই হয়েছে। ওঁর এটাই প্রাপ্য।'' কেবল ভিনেশই নয়, ব্রিজভূষণ তোপ দেগেছেন বজরং পুনিয়াকেও। তাঁর অভিযোগ, তারকা পুরুষ কুস্তিগির এশিয়ান গেমসে খেলতে গিয়েছিলেন ট্রায়াল না দিয়েই।