স্টাফ রিপোর্টার: আবার শ্রেষ্ঠত্বের শিরোপা বাংলার মাথায়। সেরার সেরা কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) সদ্য ডাক্তার অমর্ত্য সেনগুপ্ত। সার্জারিতে ভরতির সর্বভারতীয় পরীক্ষায় (নিট পিজি) (NEET PG) প্রথম স্থান অর্জন করে যিনি ইতিহাস গড়েছেন।
এবার ওই পরীক্ষায় বসেছিলেন প্রায় পৌনে দু’লক্ষ ডাক্তার। তাঁদের মধ্যে সার্জারিতে প্রথম স্থানাধিকারী অমর্ত্য এমএস করতে যোগ দিয়েছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (AIIMS)। বস্তুত বাঙালিদের মধ্যে এই সাফল্যের প্রথম দাবিদার তিনিই। কলকাতা থেকে ফোন পেয়ে তাঁর প্রতিক্রিয়া, “ডাক্তার হওয়ার স্বপ্ন বরাবর ছিল। এখন তো আমি পুরোদস্তুর ডাক্তার। এখন রাউন্ডে আছি।”
অমর্ত্যর বাড়ি ব্যান্ডেলে। বাবা আইনজীবী, জেঠু চিকিৎসক, মা গৃহবধূ। মায়ের জন্যই ডাক্তার হওয়া। মায়ের স্বপ্ন পূরণ করতে পারাটাই তাঁর কাছে সবচেয়ে বড় সাফল্য বলে জানিয়েছেন অমর্ত্য।
মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের কথায়, “করোনা আবহে রোগীর চিকিৎসার সঙ্গে পরীক্ষার প্রস্তুতি, দুটোই ও সমানভাবে করেছে। পরিশ্রমের ফল পেয়েছে। অমর্ত্যর জন্য আমরা গর্বিত।”