shono
Advertisement

করোনা কালে সুরক্ষাবিধি মেনে ভাইফোঁটা উদযাপন বিশিষ্টদের, শুভেচ্ছাবার্তা মোদি-মমতার

দেখুন বিশিষ্টদের ভাইফোঁটার ছবি।
Posted: 02:20 PM Nov 16, 2020Updated: 02:50 PM Nov 16, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) পরিস্থিতির প্রভাব পড়েছে উৎসবের মরশুমে। প্রতিকূল পরিস্থিতিতেও সুরক্ষাবিধি মেনে দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি অনুষ্ঠান সেরেছেন মানুষ। ভাইফোঁটাই (Bhai Fota) বা বাদ থাকে কেন? বছরের একটা দিন সতর্কতা মেনেই ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন বোন ও দিদিরা। বাদ নেই শহরের বিশিষ্টরাও।

Advertisement

বাংলা, হিন্দি ও ইংরাজি ভাষায় টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লিখেছেন, “আজ ভাইফোঁটা। আমার সকল ভাই ও বোনেদের জানাই শুভেচ্ছা ও ভালবাসা”।

টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। হিন্দিতে মোদি লিখেছেন, “ভাইফোঁটার পবিত্র দিনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা।”

বিজেপির (BJP Bengal) হেস্টিংস অফিসে প্রতি বছরের এবারও সুরক্ষা বিধি মেনেই ভাইফোঁটার আয়োজন হয়। দিলীপ ঘোষ-সহ (Dilip Ghosh) বিজেপি নেতাদের ফোঁটা দেন অগ্নিমিত্রা পল ও কাঞ্চনা মৈত্র।

মাস্ক পরেই ফোঁটা নেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)  বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পূর্ত ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

[আরও পড়ুন: রাজনীতির জগতে ‘অপরাজিত’, সৌমিত্রর প্রয়াণে মর্মাহত ডান-বাম সব শিবিরই]

অন্যান্যবার মন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোঁটা দেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), প্রিয়াঙ্কা সরকার, নুসরত জাহানরা। তবে এবারে এখনও পর্যন্ত তেমন কোনও সেলিব্রেশনের খবর মেলেনি। মিমি চক্রবর্তী টুইটারে আবার লেখেন, যাঁরা ভাইফোঁটা পালন করছেন, তাঁদের শুভেচ্ছা।

রবিবারই বাংলা সিনেমার ‘ফাদার ফিগার’ সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। মনে করা হচ্ছে, তার জেরে সোমবার স্টুডিও পাড়ায় সমস্ত শুটিং বন্ধ। তাই হয়ত ভাইফোঁটার আনন্দ কিছুটা ম্লান। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ‘ভাই দুজ’-এর (Bhai Dooj) শুভেচ্ছা জানিয়েছেন।  

[আরও পড়ুন: জোট কর্মসূচি চূড়ান্ত করার তোড়জোড়, মঙ্গলবারই বৈঠকে বসছে বাম-কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement