shono
Advertisement

বাংলাদেশে বিনিয়োগের জন্য সওয়াল প্রণব মুখোপাধ্যায়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রাক্তন রাষ্ট্রপতির। The post বাংলাদেশে বিনিয়োগের জন্য সওয়াল প্রণব মুখোপাধ্যায়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM Jan 15, 2018Updated: 03:27 PM Jan 15, 2018

সুকুমার সরকার, ঢাকা: মঙ্গলবার সাম্মানিক ডি-লিট গ্রহণ করবেন। তার আগে সোমবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ সারলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৈঠকের শুরুতেই দুই নেতা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। প্রাক্তন রাষ্ট্রপতি তাঁর অবসর সময় কাটানোর বৃত্তান্ত তুলে ধরেছেন নিজের কথায়। জানিয়েছেন, অবসরের অফুরন্ত সময় বই পড়েই সময় কাটাচ্ছেন। এর মধ্যেই বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় স্থান বলে উল্লেখ করেন প্রাক্তন রাষ্ট্রপতি।

Advertisement

[রানওয়েতে পিছলে গেল বিমান, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী]

বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাও নিজের দেশের আর্থ-সামাজিক উন্নয়নের উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, তাঁর সরকারের বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ২২ শতাংশে নেমে এসেছে। গত বছরের বন্যার ফলে দেশের অর্থনীতি খানিক ক্ষতির সম্মুখীন হয়েছে। রোহিঙ্গা ইস্যু সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ মানবিক কারণে প্রায় ১০ লক্ষ বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিককে আশ্রয় প্রদান করেছে। প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগমও এদিনের সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত মধ্যাহ্ন ভোজে প্রণববাবু অংশগ্রহণ করেন।

[রাষ্ট্রসংঘে ভারতীয় প্রতিনিধির টুইটার অ্যাকাউন্ট হ্যাক, পোস্ট করা হল পাক পতাকা]

এর আগে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয় ভদ্রবিলায় ঘুরে যান প্রণব মুখোপাধ্যায়। তার আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন তার স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়। ২০১৫ সালে মারা যান শুভ্রা মুখোপাধ্যায়। তারপর রবিবার পাঁচদিনের ব্যক্তিগত সফরে ঢাকা এসে পৌঁছান প্রণব। সোমবার সকালে ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাঁকে দেওয়া হবে সম্মানসূচক ডি-লিট। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে মাস্টারদা সূর্য সেনের জন্মভূমি রাউজানে যাবেন প্রণব। রাতে চট্টগ্রামেই থাকবেন। বুধবার ঢাকা ফিরে বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে। বৃহস্পতিবার সকালে তাঁর ভারতে ফেরার কথা রয়েছে।

[আরও স্পষ্ট হচ্ছে মহাকাশ থেকে আসা রহস্যময় রেডিও সংকেত, পাঠাচ্ছে কে?]

The post বাংলাদেশে বিনিয়োগের জন্য সওয়াল প্রণব মুখোপাধ্যায়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার