সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানড়ের পর এবার রায়বরেলি থেকেও লড়বেন রাহুল গান্ধী। দীর্ঘদিন আমেঠি থেকে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা থাকলেও স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রার্থী হতে চাননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। শেষমেশ তুলনামূলক 'নিরাপদ' রায়বরেলিকে দ্বিতীয় আসন হিসাবে বেছে নিয়েছেন রাহুল গান্ধী। সেখানে প্রতিপক্ষও আমেঠির তুলনায় দুর্বল। কংগ্রেসের শীর্ষ নেতার এই সিদ্ধান্তকে রীতিমতো কটাক্ষ ছুঁড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ রাজ্যের বর্ধমানে দাঁড়িয়ে গোটা গান্ধী পরিবারকে একযোগে নিশানা করলেন প্রধানমন্ত্রী।
রাহুল গান্ধী (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন বিভিন্ন সভায় কর্মীদের উদ্দেশে বলতেন,'ডরো মৎ, ভয় পাবেন না। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সাহসের দরকার।' রাহুলের সেই বক্তব্য, এবার তাঁর উদ্দেশ্যেই ফিরিয়ে দিলেন মোদি। বর্ধমানের সভায় প্রধানমন্ত্রী বললেন, "এঁরা ঘুরে ঘুরে সবাইকে বলে বেড়ায়, ডরো মৎ। আজ আমিও বলছি, মন থেকে বলছি, আরে ডরো মৎ, ভাগো মৎ!" মোদির সাফ কথা, ওয়ানড়ে হারের ভয়েই দ্বিতীয় নিরাপদ আসন খুঁজছেন রাহুল। আবার আমেঠিতে জিততে পারবেন না, সেই ভয়ও কাজ করেছে। সেকারণেই তিনি দাঁড়িয়েছেন রায়বরেলিতে।
[আরও পড়ুন: আদানির ৬ সংস্থাকে শোকজ নোটিস সেবির, একাধিক নিয়মভঙ্গের অভিযোগ]
বর্ধমানের সভা থেকে রাহুলকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বললেন, "আমি তো কবেই বলেছিলাম, শাহাজাদা ওয়ানড়ে হারতে চলেছেন। হারের ভয়ে যেদিন ওয়ানড়ে ভোট শেষ হবে সেদিন থেকেই দ্বিতীয় আসন খুঁজতে শুরু করবেন। সেখানেও ভয়। চ্যালা-চামুন্ডারা এতদিন বলছিলেন, আমেঠিতে (Amethi) আসবেন, আমেঠিতে আসবেন। হারের ভয়ে সেখানেও যেতে পারলেন না। শেষে রায়বরেলিতে গেলেন। আরে ডরো মৎ, ভাগো মৎ!"
[আরও পড়ুন: কষ্টের ‘স্মৃতি’ ভুলে রায়বরেলিতে রাহুল, আমেঠিতে নয়া মুখ কংগ্রেসের]
রাহুল একা নন, সোনিয়া গান্ধী-সহ (Sonia Gandhi) সামগ্রিকভাবে কংগ্রেসকে নিশানা করে মোদি বললেন, "কেউ কেউ সন্দেহপ্রকাশ করছে রেজাল্ট কী হবে। আরে ভাই কোনও ওপিনিয়ন পোল লাগবে না। আমি আগেই বলেছিলাম, ওদের সবচেয়ে বড় নেতা ভোটে লড়ার ক্ষমতা দেখাতে পারবেন না। ভয়ে পালিয়ে যাবেন। সেই পালিয়ে রাজস্থানে চলে গেলেন। রাজস্থান থেকে রাজ্যসভায় চলে গেলেন।" মোদির দাবি, "কংগ্রেস (Congress) এবার আগের বারের থেকেও কম আসন পাবে। ওরা নিজেরাও সেটা জানে, সেকারণেই এবার আগের থেকে কম আসনে লড়ছে। ওরা ভোটে জেতার জন্য লড়ছেই না। ওরা শুধু দেশে বিভাজন করার জন্য লড়ছে।"