সুকুমার সরকার, ঢাকা: যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জ জেলার সৈয়দ মহম্মদ হুসাইন ওরফে হোসেন ও মহম্মদ মোসলেম প্রধানকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই রায় ঘোষণা করে। গত ৭ মার্চ উভয় পক্ষের সওয়াল-জবাব শেষ হয়। মামলাটির চূড়ান্ত শুনানি হয় বুধবার। দুই আসামির মধ্যে মোসলেম গ্রেপ্তার হলেও হোসাইন মামলার শুরু থেকে পলাতক। মঙ্গলবারই ট্রাইব্যুনাল জানিয়ে দেয়, রায় ঘোষণা হবে বুধবার। দুই আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হত্যা, নির্যাতন, অপহরণ ও অগ্নিসংযোগের ছ’টি অভিযোগ আনা হয়। গত বছরের ৯ মে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ওই মামলারই চূড়ান্ত রায়ে দু’জনকেই চূড়ান্ত সাজা শোনানো হল।
[মূর্তি না সরালে বাংলাদেশে হিন্দু উচ্ছেদের ডাক মুসলিম সংগঠনের]
The post বাংলাদেশে ফের ২ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড appeared first on Sangbad Pratidin.