সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মৃত্যুর ছায়া পড়ল বাইশ গজে৷ খেলার মাঝেই প্রাণ হারালেন বাংলাদেশের এক তরুণ ক্রিকেটার৷ পুলিশ সূত্রে খবর, চট্টগ্রামে খেলা চলার সময় এক ক্ষিপ্ত ব্যাটসম্যানের ছোড়া উইকেটের আঘাতে মৃত্যু হয় ১৪ বছরের ফায়সাল হুসেনের৷
আতঙ্কে মাঠের মধ্যে শুয়ে পড়লেন ক্রিকেটাররা, তারপর…?
স্থানীয় একটি ম্যাচে ব্যাটিং করছিল এক তরুণ৷ আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করায় মেজাজ হারায় তরুণটি৷ ক্ষিপ্ত হয়ে ছুড়ে মারে উইকেট৷ দুর্ভাগ্যজনকভাবে, তাতেই মাথায় গুরুতর আঘাত পেয়ে লুটিয়ে পড়ে ফায়সাল৷ তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে৷ সেখানে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা৷ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ব্যাটসম্যানটিকে৷ তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে৷
প্রসঙ্গত, গতবছর ঢাকায় খেলা নিয়ে এক বচসার জেরে এক উইকেট দিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল আরও এক ক্রিকেটারকে৷
ট্রাম্পের তাড়ায় সফরের মাঝেই বাড়ি ফিরলেন পাক বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার
জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে
The post ফের বাইশ গজে প্রাণ হারাল ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.