shono
Advertisement
Boxing day test

বিরাট-শাস্ত্রীর ফর্মুলাতে ফিরেও লাভ হল না রোহিতের! মেলবোর্নে 'গম্ভীর' সমস্যায় ভারত

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শুরুটা বিশ্রী হল ভারতের। যা পরিস্থিতি তাতে প্রথম ইনিংসে বিরাট স্কোরের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া।
Published By: Subhajit MandalPosted: 10:02 AM Dec 26, 2024Updated: 10:02 AM Dec 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শুরুটা বিশ্রী হল ভারতের। চলতি সিরিজের শুরু থেকেই বুমরাহর উপর বাড়তি চাপ পড়ছে। সেই চাপ খানিক কমাতে রবি শাস্ত্রী-বিরাট কোহলি জুটির মতো পাঁচ বোলারের ফর্মুলায় ফিরে গিয়েছেন গম্ভীর-রোহিতরা। কিন্তু তাতেও সমস্যা বিশেষ মিটল না। অন্তত দিনের প্রথম দুই সেশনে দাপট দেখালো অজিরাই। যা পরিস্থিতি তাতে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে বড় রানই করতে চলেছে অস্ট্রেলিয়া।

Advertisement

বিরাট কোহলি অধিনায়ক এবং রবি শাস্ত্রী কোচ থাকাকালীন ভারত টেস্টে নামত মূলত পাঁচ বোলারে। বিরাট সমসময় বিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়ায় বাড়তি জোর দিতেন। হ্যাঁ কোনও কোনও ম্যাচে হয়তো সেসময়ও চার বোলারে খেলা হত, তবে সেটা তুলনায় কম। রোহিত অধিনায়ক হওয়ার পর সেটা অনেকটা বদলেছে। অনেক সময় দেখা যাচ্ছে ভারত অলরাউন্ডারদের উপর বেশি নজর দিচ্ছে। ফলে বোলিং বিভাগের উপর চাপ বাড়ছে। তবে মেলবোর্নে ফের পাঁচ বোলারের ফর্মুলায় নেমেছে টিম ইন্ডিয়া। শুভমান গিলকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। কিন্তু এখনও পর্যন্ত তাতে কাজের কাজ হয়নি। প্রথম দিনের চা পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৭৬।

আসলে অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাস মেলবোর্নে শুরুটা দারুন করেছেন। যে জসপ্রীত বুমরাহ গোটা সিরিজে অজিদের ত্রাস হয়ে উঠেছেন ১৯ বছর বয়সি কনস্টাস সোজা পালটা আক্রমণ করলেন সেই বুমরাহকেই। যার ফলে শুরুতেই তছনছ হয়ে গেল ভারতীয় বোলিং। বুমরাহ-সহ গোটা ভারতীয় বোলিং লাইন-আপকে বেধড়ক পেটালেন তিনি। হাফ সেঞ্চুরি করলেন মাত্র ৫২ বলে। কনস্টাস শেষমেশ ৬৫ বলে ৬০ রান করে ফেরেন জাদেজার বলে। অন্যদিকে ধৈর্য ধরে ভালো ইনিংস খেলে গেলেন উসমান খোয়াজাও। তিনি ৫৭ রান করে বুমরাহর শিকার হন।

আপাতত ক্রিজে মার্নস লাবুশেন এবং স্টিভ স্মিথ। সিরিজে এ পর্যন্ত ফর্মে না থাকা লাবুশেন খেলছেন ৪৪ রান করে। স্মিথ খেলছেন ১০ রানে। দুই ব্যাটার মোটামুটি স্বচ্ছন্দ্যেই খেলছেন। যা পরিস্থিতি তাতে প্রথম ইনিংসে বিরাট স্কোরের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শুরুটা বিশ্রী হল ভারতের।
  • বিরাট কোহলি অধিনায়ক এবং রবি শাস্ত্রী কোচ থাকাকালীন ভারত টেস্টে নামত মূলত পাঁচ বোলারে।
  • মেলবোর্নে ফের পাঁচ বোলারের ফর্মুলায় নেমেছে টিম ইন্ডিয়া।
Advertisement