shono
Advertisement

Breaking News

বাংলাদেশ ধারাবাহিক বিস্ফোরণ কাণ্ডে ২০ বছরের জেল ১৪ জামাত জঙ্গির

প্রায় ৬০০টি বিস্ফোরণ ঘটায় জেএমবি জঙ্গিরা। The post বাংলাদেশ ধারাবাহিক বিস্ফোরণ কাণ্ডে ২০ বছরের জেল ১৪ জামাত জঙ্গির appeared first on Sangbad Pratidin.
Posted: 06:50 PM Aug 09, 2017Updated: 01:20 PM Aug 09, 2017

সুকুমার সরকার, ঢাকা: অবশেষে বিচার মিলল। ২০০৫ সালে বাংলাদেশে ঘটা ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত হল ১৪ অভিযুক্ত। তারা ইসলামিক জঙ্গিসংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সদস্য। মঙ্গলবার, দোষীদের ২০ বছরের কারাদণ্ড ও ১০ জরিমানার সাজা শোনায় আদালত। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা আদালতের বিচারক আবুল মনসুর মিয়া ওই আদেশ দেন।

Advertisement

[‘ভারত মাতা কি জয়’ না বললে পাকিস্তানের সমর্থক, বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর]

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট খালেদা জিয়ার আমলে দেশের ৬৩টি জেলায় প্রায় ৬০০টি বিস্ফোরণ ঘটায় জেএমবি জঙ্গিরা। ওই ঘটনায় মৃত্যু হয় ২ ব্যক্তির। আহত হয়েছিলেন বহু। এ মামলায় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই-সহ ১৭ জনকে আসামি করে চার্জশিট জমা দেওয়া হয়েছিল।শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি হয় এবং হাবিল নামের অপর এক আসামি কারাগারে মারা যান। এছাড়া মামলার চার আসামি বর্তমানে পলাতক রয়েছেন। বাকি ১০ আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

[‘ধর্মনিরপেক্ষ’ রাষ্ট্র পাকিস্তান, টুইট করে সমালোচিত শোয়েব]

অন্য একটি ঘটনায়, মুক্তিযুদ্ধের বিরোধিতা-সহ অপহরণ, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার দায়ে দেশের দক্ষিণের জেলা খুলনার আট জনের বিরুদ্ধে চার্জশিট চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা। ঢাকার অফিসে মঙ্গলবার অভিযোগপত্রের খসড়া তুলে ধরেন তদন্ত সংস্থার শীর্ষ আধিকারিক সানাউল হক। ওই মামলায় অভিযুক্তরা হলেন আমজাদ হোসেন হাওলাদার (৭৫), মোজাহার আলি শেখ (৬৫), সহর আলি সরদার (৬৫), আতিয়ার রহমান (৭০), মোতাছিম বিল্লাহ (৮০), কামাল উদ্দিন গোলদার (৬৬), নজরুল ইসলাম (৬০) ও আশরাফ শেখ (৮০)। এই মামলার তদন্ত শুরু হয় ২০১৫ সালের ১৫ নভেম্বর। এই মামলায় মোট ৪১ জনকে সাক্ষী করা হয়েছে। এদের মধ্যে দুই জন পলাতক। এক অভিযুক্তর ইতিমধ্যে মৃত্যু হয়েছে| ওই অভিযুক্তরা কনভেনশন মুসলিম লিগ ও জামাতে ইসলামি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

[সংবাদ প্রতিদিন ২৫: ‘বড়’ কাগজে সাড়া খবরের দুনিয়ায়]

The post বাংলাদেশ ধারাবাহিক বিস্ফোরণ কাণ্ডে ২০ বছরের জেল ১৪ জামাত জঙ্গির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement