shono
Advertisement

বাংলাদেশ বিশ্বের অষ্টম সুখী দেশ

তালিকায় ভারত রয়েছে ৫০ নম্বরে... The post বাংলাদেশ বিশ্বের অষ্টম সুখী দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:57 AM Aug 01, 2016Updated: 08:30 PM Jul 31, 2016

সুকুমার সরকার, ঢাকা: চলতি বছর সারা বিশ্বে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম সুখী দেশ হিসেবে বিবেচিত হয়েছে। ব্রিটেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নিউ ইকোনমিকস ফাউন্ডেশন পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। শনিবার প্রকাশিত প্রতিষ্ঠানটির হ্যাপি প্ল্যানেট সূচকে বাংলাদেশ ৩৮.৪০ স্কোর করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা। ৩৩.৮০ স্কোর নিয়ে ২৮ নম্বর স্থানে। পাকিস্তান ৩১.৫০ স্কোর করে ৩৬ নম্বরে এবং ভারত ২৯.২০ স্কোর নিয়ে ৫০ নম্বরে।

Advertisement

তালিকার শীর্ষ দেশগুলির মধ্যে রয়েছে কোস্টারিকা, মেক্সিকো, কলম্বিয়া, ভিয়েতনাম, পানামা, থাইল্যান্ড, ইকুয়েডরের মতো দেশ। সমীক্ষায় বলা হয়েছে, জিম্বাবোয়ের চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু অন্তত ২০ বছর বেশি, যদিও মাথাপিছু আয় একই। সীমিত সম্পদের মধ্যেও দেশটির অর্জন অনেক। হ্যাপি প্ল্যানেট সূচক পরিমাপে যা বিবেচনায় নেওয়া হয়- সবার জন্য ভদ্রস্থ জীবনযাপন। এতে বিশ্বকে বলা হয়, দেশগুলি কীভাবে দীর্ঘ, সুখী ও ভদ্রস্থ জীবন নিশ্চিত করতে পারে। তালিকায় সবচেয়ে নিচে থাকা ১০ দেশ হল- চাদ, লুক্সেমবার্গ, টোগো, মঙ্গোলিয়া, আইভরি কোস্ট, তুর্কমেনিস্তান, সিয়েরা লিওন, সোয়াজিল্যান্ড ও বুরুন্ডি।

The post বাংলাদেশ বিশ্বের অষ্টম সুখী দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement