shono
Advertisement

Breaking News

পাকিস্তান নয়, ভারতে দেদার জাল ২০০০ টাকার নোট ঢুকছে বাংলাদেশ থেকে

নোট বাতিলে আখেরে লাভ হল কি? The post পাকিস্তান নয়, ভারতে দেদার জাল ২০০০ টাকার নোট ঢুকছে বাংলাদেশ থেকে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:49 AM Sep 12, 2017Updated: 03:29 AM Sep 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছিলেন, নোট বাতিলের ফলে জাল নোটের চক্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া যাবে৷ কারণ, পুরনো ৫০০ ও ১০০০ টাকার জাল নোটে একসময় ভরে উঠেছিল ভারতীয় বাজার৷ পাকিস্তান থেকে সেই সব জাল নোট অসাধু উপায়ে সীমান্ত পেরিয়ে এ দেশের প্রান্তিক রাজ্যেগুলিতে ছড়িয়ে যাচ্ছিল৷

Advertisement

[অযোধ্যায় এবার রামলীলা পরিবেশন করবেন মুসলিম শিল্পীরা]

গতবছরের ৮ নভেম্বর ঢাক ঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী পুরনো নোট বাতিল করে দিলেন রাতারাতি৷ কিন্তু তাতে জাল নোটের রমরমা বন্ধ হল কি? উত্তরটা খুঁজে পেতে বিশেষ পরিশ্রম করতে হবে না৷ কারণ, বিএসএফ-এরই একটি সূত্র জানাচ্ছে, দেদার জাল ২০০০ টাকার নোট ভারতে ঢুকছে৷ তবে চমকে দেওয়ার মতো তথ্য হল, পাকিস্তান নয়, এইসব জাল ভারতীয় নোট ভারতে অবাধে ঢুকছে বাংলাদেশ থেকে৷

বাংলাদেশ ও পাকিস্তানে ছাপানো নকল নোট অন্তত ১৩টি পথে ভারতে ঢোকে৷ জম্মু, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এই রাজ্য, অসম ও মেঘালয় হয়ে এই সব নকল বড় নোট ভারতে ছড়িয়ে যায়৷ কিন্তু গত ৮ নভেম্বর নোট বাতিলের পর অসম ও পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য পথগুলি দিয়ে জাল নোট ভারতে ঢোকা প্রায় বন্ধের মুখে৷ কিন্তু অসম ও পশ্চিমবঙ্গে আচমকাই যেন জাল নোটের ব্যবসা মারাত্মক হারে বেড়ে গিয়েছে৷ ২০১৭-র প্রথম ছ’মাসেই অন্তত ৩২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে বিএসএফ৷ ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, নকল নোটের কারবারিরা খুব বড় কোনও বিনিয়োগ করেছে এমনটা নয় কিন্তু৷ জাল নোটের পুরনো চক্রই কিছুদিন চুপচাপ থাকার পর ফের গা ঝাড়া দিয়ে উঠেছে৷ জম্মু বা পাঞ্জাব হয়ে পাকিস্তান থেকে জাল নোট ভারতে ঢুকত৷ কিন্তু এখন বাংলাদেশের FICN বা ‘ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট’ ভারতে হু হু করে ঢুকছে৷

[প্রধান বিচারপতির গাড়িতে সওয়ার ধর্মগুরু রবিশংকর, বিতর্ক তুঙ্গে]

ইন্টেলিজেন্স রিপোর্ট আরও বলছে, ভারতে নতুন ২ হাজার টাকার নোট ছাপাতে যে কাগজ ব্যবহার করা হয়, প্রায় একইরকম কাগজ সৌদি আরব বা মালয়েশিয়া থেকে আনাচ্ছে দুষ্কৃতীরা৷ এই ‘অভিনব’ উদ্যোগের পিছনে রয়েছে বাংলাদেশের কিছু জাল নোট চক্রের চাঁই৷ বর্ষার মরসুমে দক্ষিণবঙ্গ ও গুয়াহাটি ফ্রন্টিয়ার হয়ে ভারতে ব্যাপক জাল নোট ঢুকছে, আশঙ্কা কেন্দ্রীয় গোয়েন্দাদের৷ এবছরের জানুয়ারি মাসেই ১ লক্ষ, ফেব্রুয়ারিতে ২.৯৬ লক্ষ, মার্চে সাড়ে চার লক্ষ ও এপ্রিলে এক ধাক্কায় ২০ লক্ষ টাকার জাল নোট ভারতে ঢুকেছে৷ গত ২২ আগস্ট মালদহে শুধু একটি অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে বিএসএফ৷ তবে সেনাকর্তারা জানাচ্ছেন, আশার খবর এই যে এখন যে সব জাল নোট ছাপানো হচ্ছে সেগুলির মান অত্যন্ত খারাপ৷ মূলত অফসেট প্রিন্টিংয়ে কাজ সারা হচ্ছে৷ এর আগে পাকিস্তান যে উচ্চ প্রযুক্তিসম্পন্ন মেশিন ব্যবহার করত, সেগুলি এখন অচল হয়ে গিয়েছে৷

The post পাকিস্তান নয়, ভারতে দেদার জাল ২০০০ টাকার নোট ঢুকছে বাংলাদেশ থেকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement