shono
Advertisement

বাংলাদেশে নাশকতার ছক, অসমে আত্মগোপন ১৫ জন জামাত জঙ্গির

গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে রেড অ্যালার্ট জারি পশ্চিমবঙ্গেও৷ The post বাংলাদেশে নাশকতার ছক, অসমে আত্মগোপন ১৫ জন জামাত জঙ্গির appeared first on Sangbad Pratidin.
Posted: 11:57 AM Dec 02, 2018Updated: 05:59 PM Dec 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ নির্বাচনের আগেই বাংলাদেশে বড়সড় নাশকতার ছক কষছে জামাত৷ সেই কারণে ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছেই আত্মগোপন করে রয়েছে ১৫ জন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি জঙ্গিদের একটি দল৷ অসমের ধুবরি-বারপেতা অঞ্চলে আত্মগোপন করে রয়েছে সন্ত্রাসবাদীদের দলটি৷ ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা সাধারণ নির্বাচনের আগেই প্রতিবেশী দেশটিতে বড় নাশকতার ষড়যন্ত্র করছে তারা৷ সাম্প্রতিক রিপোর্টে ভারতীয় গোয়েন্দাদের এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বাংলাদেশের গোয়েন্দারা৷

Advertisement

[রানা প্রতাপের কাছে পরাস্ত হয়েছিলেন আকবর! ইতিহাস বিকৃতির অভিযোগ রাজস্থানে]

রিপোর্টে বলা হয়েছে, অসমের ওই অঞ্চলে আনাগোনা বেড়েছে জামাতের অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন সালেহিনের৷ ফলে গোয়েন্দা একপ্রকার নিশ্চিত যে গোপনে কোনও বড় ষড়যন্ত্র হচ্ছে এবং নির্বাচনের আগেই কোনও বড় নাশকতার ছক কষছে জেএমবি৷ জামাতের এই ষড়যন্ত্র ভেস্তে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গোয়েন্দাদের সামনে৷ বাংলাদেশ থেকে এই রিপোর্ট আসার পড়েই নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সংশ্লিষ্ট মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছে, অসমের ধুবরি-বারপেতা অঞ্চলে যে জঙ্গিরা আত্মগোপন করেছেন সেই বিষয়ে তাঁরা একপ্রকার নিশ্চিত৷ কিন্তু জামাত সদস্যদের নির্দিষ্ট ঠিকানার খোঁজ এখনও পাননি তাঁরা৷ সূত্রের খবর, ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা-সহ উত্তর-পূর্ব ভারতের সবকটি রাজ্যে৷ সীমান্ত টপকে যাতে কোনও ভাবেই সন্ত্রাসীরা বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য নিরাপত্তা আরও কঠোর করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফকেও৷

[২০২২ সালে জি-২০ সম্মেলন হবে ভারতে, জানালেন প্রধানমন্ত্রী]

গোয়েন্দারা জানিয়েছেন, এতদিন মূলত দক্ষিণ ভারত ও পশ্চিমবঙ্গকেই তাদের আত্মগোপন করার আস্তান হিসাবে বেছে নিত জেএমবি জঙ্গিরা৷ তবে সম্প্রতি দক্ষিণ ভারতে ব্যাপক ধরপাকড় শুরু হওয়ায়, এবার উত্তর-পূর্ব ভারতে আত্মগোপন তৈরি করছে সন্ত্রাসীরা৷ সম্প্রতি দক্ষিণ ভারত থেকে গ্রেপ্তার হয়েছে সাহিদুল ইসলাম ও বোমা মিজান৷ ২০১৩-তে বাংলাদেশে থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিল সাহিদুল ও মিজান৷ তারপর থেকেই, এদের খোঁজ চালাচ্ছিল ভারতীয় গোয়েন্দারা৷ দু’বছর আগে ঢাকা বিস্ফোরণের সঙ্গেও জড়িত রয়েছে জামাতের এই দুই জঙ্গি নেতা৷

The post বাংলাদেশে নাশকতার ছক, অসমে আত্মগোপন ১৫ জন জামাত জঙ্গির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement