shono
Advertisement
Bangladesh

সন্ন্যাসী ভীতি চরমে ইউনুসের! চিন্ময়ের মুক্তি রুখতে ৭০ হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা

হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চিন্ময় প্রভুর আইনজীবী।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:03 PM Dec 04, 2024Updated: 04:31 PM Dec 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের কারাগারে বন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আদালতে তাঁর হয়ে সওয়াল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চিন্ময় প্রভুর আইনজীবী। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। হিন্দু সন্ন্যাসীর জামিন মামলার শুনানিতেও সওয়াল করার জন্য এগিয়ে আসেননি কেউ। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশে (Bangladesh) অন্তত ৭০ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে! চিন্ময় প্রভুর মুক্তি আটকাতেই যে এই পদক্ষেপ তা একপ্রকার নিশ্চিত। ফলে হাজারো বিক্ষোভ-প্রতিবাদও যে মহম্মদ ইউনুসের সরকারের কানে যাচ্ছে না এটা তারই প্রমাণ। মত বিশেষজ্ঞদের।  

Advertisement

৩ ডিসেম্বর চট্টগ্রাম আদালতে ছিল সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিনের শুনানি। কিন্তু ৫১ জন আইনজীবী দলের কেউই চিন্ময়ের হয়ে আদালতে সওয়াল করতে আসেনি। ফলে পিছিয়ে যায় জামিন মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন ঠিক হয় আগামী ২ জানুয়ারি। ফলে এখনও একমাস কারাগারেই থাকতে হবে চিন্ময় প্রভুকে। কিন্তু আগামী শুনানিতেও যাতে কোনও আইনজীবী না পান এই হিন্দু সন্ন্যাসী তার জন্য নাকি তৎপর ইউনুস সরকার। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সংবাদমাধ্যমে দাবি করেছে, চিন্ময় প্রভুর মুক্তি আটকাতে ৭০ জন হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, যত সময় গড়াচ্ছে, ততই যেন হিন্দুদের বসবাসের অযোগ্য হয়ে উঠছে বাংলাদেশ। গত সপ্তাহে ইসকনের গ্রেপ্তার হওয়া সন্ন্যাসীর হয়ে সওয়ালে রাজি ছিলেন ৫১ জন আইনজীবী। তাঁরা জোটবদ্ধ হয়েছিলেন। কিন্তু চিন্ময় প্রভুর পাশে দাঁড়ানোয় মৌলবাদীদের নিশানায় পড়েন তাঁরা সকলেই। ইসকন কর্তৃপক্ষের অভিযোগ, একে একে ৫১ জন আইনজীবীই কোনও না কোনও ভাবে আক্রান্ত হয়েছেন। কারও বাড়ি ভাঙচুর হয়েছে, কারও পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। চিন্ময়ের আইনজীবীর উপর এমনই হামলা চলে যে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি। আর তাঁর পরিস্থিতিতে আতঙ্কে পিছু হটেছেন বাকি আইনজীবীরাও। কেউ কেউ ভয়ে পালিয়ে গিয়েছেন এলাকা ছেড়ে। এবার নতুন করে 'কোপ' পড়ল হিন্দু আইনজীবীদের ঘাড়ে।     

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের কারাগারে বন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আদালতে তাঁর হয়ে সওয়াল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চিন্ময় প্রভুর আইনজীবী।
  • হিন্দু সন্ন্যাসীর জামিন মামলার শুনানিতেও সওয়াল করার জন্য এগিয়ে আসেননি কেউ।
  • এই পরিস্থিতিতে এবার বাংলাদেশে অন্তত ৭০ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে!
Advertisement