shono
Advertisement

শাকিবের পর মাশরাফি, আওয়ামি লিগের হয়ে ভোটের ২২ গজে বাংলাদেশি পেসার

৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন।
Posted: 10:28 AM Nov 21, 2023Updated: 10:42 AM Nov 21, 2023

সুকুমার সরকার, ঢাকা: শাকিব আল হাসানের পর এবার ভোটযুদ্ধে মাশরাফি বিন মুর্তজা। শেখ হাসিনার দল আওয়ামি লিগের হয়ে নির্বাচন লড়বেন ওই পেসার। সোমবার শাসকদলের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র কিনেছেন তিনি বলে খবর। 

Advertisement

৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ চরমে। বিরোধী দল বিএনপি-র হরতাল-মিছিলে অব্যাহত হিংসা। এই প্রেক্ষাপটে সোমবার ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামি লিগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাশরাফির হয়ে ফর্ম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামি লিগের সভাপতি সুভাসচন্দ্র বোস। গতবারের ভোটে আওয়ামি লিগের হয়ে লড়াই করে সাংসদও হয়েছেন ক্রিকেটার মাশরাফি।  

[আরও পড়ুন: বিএনপি-জামাতের বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশ, ককটেল বিস্ফোরণ]

এদিকে, বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান ২০২৫ সালে অবসর নেওয়ার কথা ঘোষণা করে রাজনীতির আঙিনায় প্রবেশ করেছেন। গতবারের নির্বাচনেও শাসকদলের হয়ে লড়তে চেয়েছিলেন একসময় আইসিসির নম্বর ওয়ান অলরাউন্ডার। কিন্তু অনুমতি দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেটে তাঁর প্রয়োজন রয়েছে। আওয়ামি লিগ সূত্রে খবর, মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০-এই তিন আসনে আওয়ামি লিগে প্রার্থী হতে চেয়ে ফর্ম তুলেছেন শাকিব। তিনি আপাতত দেশের বাইরে রয়েছেন তাই প্রতিনিধি পাঠিয়ে ফর্ম তুলেছেন। 

গত সপ্তাহে বাংলেদেশে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার পরের দিন থেকেই ফর্ম বিক্রির কাউন্টার খুলেছে শাসকদল আওয়ামি লিগ। গত শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামি লিগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ফর্ম কিনে মনোনয়ন পত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। শেষ পাওয়া তথ্যের মতে, প্রতি ফর্ম ৫০ হাজার টাকা হিসাবে দুদিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি করে আওয়ামি লিগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লক্ষ টাকা। 

[আরও পড়ুন: বিএনপি-জামাতের বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশ, ককটেল বিস্ফোরণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement