shono
Advertisement
Pakistan

'৭১ ভুলে পাকিস্তানি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ! দিল্লির সঙ্গে শত্রুতাই লক্ষ্য ঢাকার

পাক সেনার তরফেই প্রকাশ্যে আনা হয়েছে এই তথ্য।
Published By: Amit Kumar DasPosted: 02:36 PM Jan 07, 2026Updated: 09:35 AM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাত্তরের রক্তাক্ত অতীত ভুলে ইউনুস জমানায় ফের পাকিস্তানের হাতে হাত রেখেছে বাংলাদেশ। নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদ ও ভারত বিদ্বেষ। সেই আগুনে ঘি জোগাতে এবার পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কিনতে চলেছে ঢাকা। সম্প্রতি ইসলামাবাদ সফরে রয়েছেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান। পাক সেনার মিডিয়া শাখার রিপোর্ট অনুযায়ী, এই সফরেই যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই দেশের।

Advertisement

পাকিস্তানি সেনার মিডিয়া বিভাগ, ইন্টার সার্ভিস রিলেশন (আইএসপিআর) বাংলাদেশ বায়ুসেনার এই সফর নিয়ে মঙ্গলবার বিস্তারিত বিবৃতি দিয়েছে। যেখানে দাবি করা হয়েছে, পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবরের সঙ্গে সাক্ষাৎ করেন হাসান মাহমুদ। দুই সেনা প্রধান পাকিস্তান ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। কথা হয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমান কেনা নিয়েও। পাকিস্তানের দাবি অনুযায়ী, যুদ্ধবিমান 'জেএফ-১৭ থান্ডার' কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান। যুদ্ধবিমান কেনার এই চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই দেশের। সবকিছু ঠিকঠাক থাকলে এই যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি হতে পারে দুই দেশের।

'জেএফ-১৭ থান্ডার' যুদ্ধবিমান যৌথভাবে তৈরি করছে চিন ও পাকিস্তান। ৪.৫ প্রজন্মের আধুনিক এই বিমান চিনের এভিওনিক্স, দূরপাল্লার অস্ত্র বহনে সক্ষম। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) এখন এফ-৭ এবং মিগ-২৯-এর মতো পুরনো যুদ্ধবিমান ব্যবহার করছে। বর্তমান পরিস্থিতিতে সেগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবহার কঠিন হয়ে পড়েছে জওয়ানদের কাছে। তাই আধুনিক হাতিয়ার ও ফাইটার জেটের খোঁজ করছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যেই ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে জোট বাঁধছে বাংলাদেশ।

উল্লেখ্য, শেখ হাসিনাকে নিয়ে এখনও ভারত ও বাংলাদেশের মধ্যে স্নায়ুযুদ্ধ তুঙ্গে। পাশাপাশি হিন্দু নির্যাতন, অনুপ্রবেশ এরকম একাধিক বিষয়ে দুদেশের সম্পর্কে ফাটল বাড়ছে। আর এই ঘোলা জলেই মাছ ধরতে নেমে পড়েছে পাকিস্তান। হাসিনাহীন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করতে তৎপর তারা। নতুন করে ইসলামাবাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারও। জানা গিয়েছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বেশ কয়েকধাপ এগিয়েছে। সমানতালে কাঁটা বিছানো হচ্ছে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে। এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনে দিল্লির সঙ্গে 'শত্রুতা' আরও বাড়াতে উদ্যোগী হল বাংলাদেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একাত্তরের রক্তাক্ত অতীত ভুলে ইউনুস জমানায় ফের পাকিস্তানের হাতে হাত রেখেছে বাংলাদেশ।
  • সেই আগুনে ঘি জোগাতে এবার পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কিনতে চলেছে ঢাকা।
  • পাক সেনার মিডিয়া শাখার রিপোর্ট অনুযায়ী, এই সফরেই যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই দেশের।
Advertisement