shono
Advertisement
Bangladesh

পাকিস্তানি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ! পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সেনাকর্তারা

হাসিনাহীন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করতে তৎপর পাকিস্তান।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 05:45 PM Jan 17, 2025Updated: 06:03 PM Jan 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাত্তরে পশ্চিম পাকিস্তানের খানসেনাদের থেকে মুক্তি চেয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। মুক্তিযুদ্ধের পর জন্ম হয়েছিল সম্পূর্ণ এক নতুন দেশ, বাংলাদেশের। কিন্তু সেই গণহত্যা, কালো অধ্যায় ভুলে পাকিস্তানকেই এখন আলিঙ্গন করছে ঢাকা! আর ক্রমশ দূরত্ব বাড়ছে ভারতের সঙ্গে। এই পরিস্থিতিতে, পাকিস্তানের কাছে যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এনিয়ে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন বাংলাদেশ সেনার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। গত কয়েকদিনে যেভাবে পদ্মাপাড়ে যুদ্ধের জিগির তোলা হয়েছে, তাতে প্রশ্ন উঠছে, দিল্লির বিরুদ্ধে ঢাকাকে হাতিয়ার তুলে নিতে মদত দিচ্ছে পাকিস্তান?

Advertisement

শেখ হাসিনাকে নিয়ে এখন ভারত ও বাংলাদেশের মধ্যে স্নায়ুযুদ্ধ তুঙ্গে। পাশাপাশি হিন্দু নির্যাতন, অনুপ্রবেশ এরকম একাধিক বিষয়ে দুদেশের সম্পর্কে ফাটল বাড়ছে। আর এই ঘোলা জলেই মাছ ধরতে নেমে পড়েছে পাকিস্তান। হাসিনাহীন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করতে তৎপর তারা। নতুন করে ইসলামাবাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারও। জানা গিয়েছে, গত ১৫ জানুয়ারি পাকিস্তানে সফরে যান বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। ইসলামাবাদে বৈঠকে বসেন পাক সেনাপ্রধান মুনিরের সঙ্গে। সেখানেই অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেন হাসান। এই ফাইটার জেট চিনের তৈরি। দুদেশের সেনাই শত্রুপক্ষের উপর আক্রমণ শানাতে এর ব্যবহার করে।

এদিকে, বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) এখন এফ-৭ এবং মিগ-২৯-এর মতো পুরনো যুদ্ধবিমান ব্যবহার করছে। বর্তমান পরিস্থিতিতে সেগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবহার কঠিন হয়ে পড়েছে জওয়ানদের কাছে। তাই আধুনিক হাতিয়ার ও ফাইটার জেটের খোঁজ করছে বাংলাদেশ। আর এর জন্য এখন তাদের ভরসা পাকিস্তান। হাসিনার দেশত্যাগের পর ঢাকার রাজনীতি ও কূটনীতি অনেকটাই বদলে গিয়েছে। যতদিন যাচ্ছে সখ্য বাড়ছে পাকিস্তানের সঙ্গে। এবার সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রেও জোট বাঁধছে তারা।

এই মুহূর্তে বাংলাদেশের নানাপ্রান্তে মার খাচ্ছে হিন্দুরা। কিন্তু পাক নাগরিকদের জন্য দরজা খুলে দিয়েছে ইউনুস সরকার। বিশ্বের যেকোনও জায়গায় থাকা পাকিস্তানের নাগরিক ও বংশোদ্ভূতরা যাতে সহজে ঢাকার ভিসা পান তার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কয়েকদিন আগেই চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাক জাহাজ। ব্যবসার ক্ষেত্রেও পড়শি দেশের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের বাজার খুলেছে ঢাকা। ২৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় বৈঠক সেরে গিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশ সফরে যাবেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার। ফলে দুদেশের এই বন্ধুত্বে সিঁদুরে মেঘ ভারত। এর মাঝেই খবর পাওয়া গেল, পাকিস্তানি যুদ্ধবিমান কিনতে আগ্রহী ঢাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেখ হাসিনাকে নিয়ে এখন ভারত ও বাংলাদেশের মধ্যে স্নায়ুযুদ্ধ তুঙ্গে।
  • পাশাপাশি হিন্দু নির্যাতন, অনুপ্রবেশ এরকম একাধিক বিষয়ে দুদেশের সম্পর্কে ফাটল বাড়ছে।
  • এই ঘোলা জলেই মাছ ধরতে নেমে পড়েছে পাকিস্তান। হাসিনাহীন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করতে তৎপর তারা।
Advertisement