shono
Advertisement

Breaking News

Taslima Nasrin on Muhammad Yunus

'বাঙালি আপনাকে আর শ্রদ্ধা করে না', বাংলাদেশে হিন্দু নিপীড়নে ইউনুসকে 'খোলা চিঠি' তসলিমার

আর কী লিখলেন তসলিমা?
Published By: Akash MisraPosted: 05:22 PM Nov 26, 2024Updated: 08:17 PM Nov 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতন লাগামছাড়া আকার নিয়েছে বাংলাদেশে। এই ঘটনায় রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনুস সরকার। তবে পরিস্থিতি শোধরাতে কোনও উদ্যোগ তো দূর, নয়া আইন এনে এবার বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারির ঘটনার তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় ইউনুসকে একহাত নিলেন সাহিত্যিক তসলিমা নাসরিন।

Advertisement

সোশাল মিডিয়ায় এক খোলা চিঠিতে তসলিমা লিখলেন, ''ইউনুস সাহেব,আপনি তো দেখছি দেশে কেয়ামত শুরু হলেও চোখ বুজে থাকেন। জনপ্রিয় হিন্দু নেতাকে গ্রেফতার করেন তাঁর কোনওরকম দোষ ছাড়াই। নিরীহ হিন্দুদের রাতের অন্ধকারে আর্মি লেলিয়ে হামলা করেন। অগুনতি নিরপরাধ মানুষকে গ্রেফতার করছেন হত্যা মামলায় ফাঁসিয়ে। আপনার প্রিয় জেনজি ছাত্ররা মারামারি হানাহানি লুটতরাজ করেই চলেছে, এদের উদ্দেশে আপনার কোনও উপদেশবাণী বর্ষিত হয় না।''

এই চিঠিতে তসলিমা আরও লিখলেন, ''একবার মুক্তিযুদ্ধ মানেন না, একবার বেশ মানেন। একবার ভারত বিদ্বেষ দেখান, একবার ভারত প্রেম। আপনি আসলে কোন নীতিতে বিশ্বাস করেন? সন্ত্রাসকে আপনি তো আবার বিজয়- উৎসব বলে মনে করেন। মানুষের সামান্য ভিড় দেখলেই ভাবেন আওয়ামীলীগ বুঝি চলে আসছে। তাদের পিটিয়ে তাড়িয়ে হটিয়ে হত্যা করে, জেলে ঢুকিয়ে নিষিদ্ধ করেও ভয় যায়নি, এমনই শাক্তিশালী ভাবেন তাদের? লীগ এলে প্রতিশোধ নেবে, এই ভয়ে মনে হয় রাতে ঘুমোতে পারেন না! আপনি কি জানেন বাংগালির যে শ্রদ্ধা ছিল আপনার প্রতি, সেটি অনেকটাই আর নেই? আফশোস হয় না? নাকি ভাবেন শ্রদ্ধা যত সুখ দেয়, ক্ষমতা দেয় তার চেয়ে বেশি! ''

ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির বিরোধিতায় এবার ইউনুস সরকারকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। মঙ্গলবার এই ইস্যুতে বাংলাদেশকে বার্তা দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন না পাওয়ার ঘটনা আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছি। ইনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের প্রধান মুখ। এর আগে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, অত্যাচার, খুন এবং ঘরবাড়ি লুঠ করার ঘটনা ঘটেছে। এর পর এই গ্রেপ্তারি ও জামিন না পাওয়া এটাই স্পষ্ট করে, বাংলাদেশ মৌলবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এবং লাগাতার সেখানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে। আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও অন্যান্য সকল বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। শুধু তাই নয়, তাদের শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করুক বাংলাদেশ প্রশাসন।”

গ্রেপ্তারির ঘটনা প্রকাশ্যে আসার পরই মঙ্গলবার সকালে এই ইস্যুতে কড়া বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইউনুস সরকারকে ‘মৌলবাদী’ বলে তোপ দেগে তিনি হুঁশিয়ারি দেন, ”চিন্ময় প্রভু ওখানে সনাতন হিন্দু সমাজের সম্মানীয় প্রতিনিধি। সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে তিনি লড়াই করছেন। তাঁকে দ্রুত না ছেড়ে দিলে আমরা সব পরিষেবা বন্ধ করে দেব। মনে রাখবেন, এখান থেকে কিন্তু সমস্ত পণ্য পৌঁছয় ওপার বাংলায়।” এমনকী বিদেশমন্ত্রী এস জয়শংকরকে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেই ঘটনার পরই এই ইস্যুতে বাংলাদেশকে কড়া বার্তা দিল নয়াদিল্লি।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের প্রতিনিধি ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকায়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে ইউনুস সরকার। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে প্রতিবেশী দেশ। ঢাকা, চট্টগ্রাম-সহ দেশের বিভিন্ন প্রান্তে ‘সম্মিলিত সনাতনী জোটে’র নেতার গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেন হাজার হাজার মানুষ। অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানান তাঁরা। এই ইস্যুতে এবার সরব হল নয়াদিল্লিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই গ্রেপ্তারির ঘটনার তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় ইউনুসকে একহাত নিলেন সাহিত্যিক তসলিমা নাসরিন।
  • সোমবার বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের প্রতিনিধি ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকায়।
Advertisement